Friday, March 1, 2013

২০০ কোটি রুপি আয় করে নজির গড়ল ‘বিশ্বরূপম’

প্রখ্যাত ভারতীয় অভিনেতা ও নির্মাতা কমল হাসান পরিচালিত স্পাই থ্রিলারধর্মী তামিল ছবি ‘বিশ্বরূপম’-এর বক্স অফিস আয়ের পরিমাণ ২০০ কোটি রুপি ছাড়িয়ে গেছে। ৯৫ কোটি রুপি বাজেটের ছবিটি মুক্তি পাওয়ার মাত্র তিন সপ্তাহে বিশ্বের বিভিন্ন দেশ থেকে এই বিপুল পরিমাণ অর্থ আয় করে নতুন নজির গড়েছে।
আফগান আল-কায়েদা বাহিনীর নিউইয়র্ক আক্রমণ পরিকল্পনার বিষয়বস্তুর আলোকে নির্মিত ‘বিশ্বরূপম’ ছবিটি নিয়ে শুরু থেকেই নানা বিতর্ক ওঠে। ছবিতে একাধিক আপত্তিকর দৃশ্য থাকার অভিযোগ তুলে প্রায় ১০ দিন প্রতিবাদ করে ভারতের দ্য ফেডারেশন অব ইসলামিক মুভমেন্টস সংগঠনসহ কয়েকটি রাজনৈতিক দল। পরে তামিল এই ছবির মুক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন আদালত।
এ অবস্থায় ইসলামি সংগঠনের মুখপাত্রদের সঙ্গে আলোচনায় বসেন ছবির পরিচালক, কাহিনিকার ও সহ-প্রযোজক কমল হাসান। আলোচনার মধ্যস্থতাকারী হিসেবে দায়িত্ব পালন করেন তামিলনাড়ুর স্বরাষ্ট্রসচিব আর রাজগোপাল। ছবির আপত্তিকর সাতটি দৃশ্য বাদ দেওয়ার দাবি মেনে নেওয়ায় আন্দোলন বন্ধে রাজি হন মুসলিম নেতারা। ছবিটি তামিলনাড়ুতে মুক্তি পায় ৭ ফেব্রুয়ারি। এর আগে ১ ফেব্রুয়ারি তামিলনাড়ু বাদে ভারতের বিভিন্ন স্থানে মুক্তি পায় ছবিটির হিন্দি সংস্করণ। জানিয়েছে জিনিউজ ব্যুরো।
মুক্তির পর থেকেই ছবিটি দারুণ প্রশংসিত হয়েছে। ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কমল হাসান, রাহুল বোস, পূজা কুমার, অস্কারজয়ী ভারতীয় চিত্রনির্মাতা শেখর কাপুর প্রমুখ

No comments:

Post a Comment