Friday, March 8, 2013

এবার কাজী শুভর সুরে রুমি

দূরবীন ব্যান্ড থেকেই এই প্রজন্মের সংগীত তারকা আরফিন রুমি ও কাজী শুভ একসঙ্গে কাজ করে আসছেন। ইতিমধ্যে দূরবীন ব্যান্ড তারা দু’জনই ছেড়েছেন। তবে ব্যান্ড ছাড়লেও একসঙ্গে নিয়মিতই কাজ করে চলেছেন রুমি ও শুভ। এর আগে আরফিন রুমির সুর-সংগীতে দুটি একক প্রকাশিত হয়েছে শুভর। এই অ্যালবামগুলো থেকে একাধিক গান পেয়েছে জনপ্রিয়তা। এছাড়াও বিভিন্ন মিশ্র অ্যালবামেও রুমির সুর-সংগীতে গান গেয়েছেন তিনি। তবে বিশেষ করে রুমির সংগীতায়োজনে শুভ’র ‘সোনা বউ’ গানটি সব ধরনের শ্রোতাদের হৃদয় ছুঁতে সক্ষম হয়েছে। এদিকে এতদিন রুমির জন্য শুভ গান করে আসলেও এবার ঘটলো ব্যতিত্রুমী ঘটনা। প্রথমবারের মতো আরফিন রুমির জন্য গান সুর করলেন কাজী শুভ। রুমির পরবর্তী একক অ্যালবামের জন্য একটি গানের সুর করেছেন শুভ। সমপ্রতি ‘জানি একদিন’ শিরোনামের এই গানটির কাজ শেষ হয়েছে। এই গানটির সংগীতায়োজন করেছেন আরফিন রুমি। ইতিমধ্যে আরফিন রুমির এই অ্যালবামের জন্য একটি গানের সুর করেছেন ইমরান। আরফিন রুমির জন্য প্রথমবারের মতো গান সুর করা প্রসঙ্গে কাজী শুভ বলেন, এতদিন রুমি আমার জন্য গান সুর করেছে। এবার প্রথমবারের মতো আমি ওর জন্য গান সুর করলাম। রুমির একক অ্যালবামে ঠাঁই পাবে গানটি। রোজার ঈদে প্রকাশ পাবে অ্যালবামটি। আশা করছি আমার সুরে রুমির গাওয়া গানটি সবার ভাল লাগবে। রুমি বলেন, কাজী শুভ ভাই আমার অনেক প্রিয় একজন শিল্পী। তার সুরও অসাধারণ। এ কারণেই তার সুরে আমার একক অ্যালবামে গান করলাম। আশা করছি শ্রোতাদের ভাল লাগবে।

No comments:

Post a Comment