Sunday, March 10, 2013

‘ওয়াহিদ পরিবার’

এবার চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ। এরই মধ্যে ছবির নামও ঠিক করা হয়েছে। ওয়াহিদ মুভিজের ব্যানারে নির্মীয়মাণ ছবিটির নাম ওয়াহিদ পরিবার। অভিনয়ের পাশাপাশি ছবিটি পরিচালনাও করবেন ফেরদৌস ওয়াহিদ। তিনি বললেন, ‘আমার পরিচালিত কুসুমপুরের গল্প ছবিটি সামনের সপ্তাহে সেন্সর বোর্ডে সনদের জন্য জমা দেওয়া হবে। ইচ্ছা আছে পয়লা বৈশাখে ছবিটি মুক্তি দেওয়ার। এর পরই নতুন ছবি ওয়াহিদ পরিবার-এর শুটিং শুরু করব। এরই মধ্যে নতুন ছবির দুটি গানের রেকর্ডিং শেষ হয়েছে। এর মধ্যে টাইটেল গানটির সংগীত পরিচালনা করেছে হাবিব। একটি গানে আমার সঙ্গে কণ্ঠ দিয়েছে কনা।’
ছবিতে অভিনয় প্রসঙ্গে ফেরদৌস ওয়াহিদ বললেন, ‘প্রথম দিকে ওয়াহিদ পরিবার ছবিতে অভিনয়ের ব্যাপারে আগ্রহ ছিল না। পরে গল্পটি নিয়ে ভাবার পর মনে হলো, নিজেই অভিনয় করি।’
উল্লেখ্য, ফেরদৌস ওয়াহিদ ১৯৯৭ সালে ভয়ঙ্কর বদমাইশ ছবিতে প্রথম অভিনয় করেন। নিজের পরিচালনায় নির্মিত কুসুমপুরের গল্প ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রেও অভিনয় করেছেন তিনি।

No comments:

Post a Comment