Tuesday, March 5, 2013

এবারই প্রথম

আইটেম গানের প্রতি বলিউডবাসীর দুর্বলতা বেশ। বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াও আইটেম গান দারুণ পছন্দ করেন। ছবিতে বিভিন্ন নাচের দৃশ্যে অংশ নিলেও তিনি কখনও আইটেম গানে নৃত্য পরিবেশনের সুযোগ পাননি। এবারই প্রথম ‘শুট আউট ওয়ালা’ ছবিতে একটি আইটেম গানে নৃত্য পরিবেশন করেছেন তিনি। এনটিডিটিভির খবরে জানা গেছে, সম্প্রতি প্রিয়াঙ্কা চোপড়া ‘বদমাশ বাবলি ফিলিংস ভেরি নোটি’ শিরোনামের এ গানটির  দৃশ্যধারণে অংশ নিয়েছেন। গানে তাকে বেশ খোলামেলাভাবে উপস্থাপন করা হয়েছে। এ প্রসঙ্গে প্রিয়াঙ্কা বলেন, আইটেম গান আমার ভীষণ প্রিয়। তাই সুযোগটা পেয়ে আর হাতছাড়া করিনি। এছাড়াও আমার কাছে গানটির কথা অসাধারণ লেগেছে। আশা করছি, দর্শকদেরও ভাল লাগবে। এনটিডিটিভি আরও জানিয়েছে, এ গানে পারফর্ম করতে প্রিয়াঙ্কা প্রায় ৬ মাস ধরে নাচের প্রশিক্ষণ নিয়েছেন। এছাড়াও শারীরিক কাঠামোর পরিবর্তন সাধন করতে ব্যায়ামাগারেও ঢুকেছিলেন।

No comments:

Post a Comment