‘ছেলেটি আবল তাবল মেয়েটি পাগল পাগল’ ছবি ঘোষণার পরই রাতারাতি আলোচনায় চলে
আসেন র্যাম্প কন্যা আইরিন। অল্প সময়ের মধ্যে ঢালিউডের নতুন আসা নায়িকাদের
মধ্যে তাকে নিয়ে বেশ আলোচনাও তৈরি হয়। এ নিয়ে চলছে এফডিসি, কাকরাইলসহ
চলচ্চিত্রপাড়ায় দারুণ আলাপ-আলোচনা। নায়িকা সঙ্কটকালে এ নায়িকাকে নিয়ে বেশ
কয়েকজন চলচ্চিত্র পরিচালক প্রযোজক পরিকল্পনা করতে শুরু করেছেন। বলা যায়, এক
মাসেরও কম সময়ে একডজন ছবিতে অভিনয়ের প্রস্তাব এসেছে এই র্যাম্প কন্যার
কাছে। এসব প্রস্তাবের মধ্যে উল্লেখযোগ্য হলো, দেলোয়ার জাহান ঝন্টুর একটি
ছবি, গাজিউর রহমানের ‘সেই তুমি’, রয়েল অনিকের পরিচালনায় ‘গেইম’, দেবাশীষ
বিশ্বাসের পরিচালনায় ‘ভালোবাসা জিন্দবাদ’, আবীরের পরিচালনায় একটি ছবি,
সোহানুর রহমান সোহানের পরিচালনায় নতুন একটিসহ আরও কয়েকটি ছবি। আইরিন বলেন,
অনেক প্রস্তাব আসছে। আমি তাই নিজেকে ভাগ্যবান মনে করছি। অল্প সময়ে আমার
কাছে এতো প্রস্তাব আসবে কল্পনাও করিনি। এরই মধ্যে একটিতে চূড়ান্ত এবং অন্য
একটি ছবিতে প্রাথমিকভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছি। বাকিগুলোতে এখনও কাজ
করবো কিনা বোঝা যাচ্ছে না। কারণ, এরই মধ্যে জুন পর্যন্ত আমার চলচ্চিত্রের
শিডিউল নির্ধারণ হয়ে গেছে। নতুন ছবিতে অভিনয় করলেও জুলাই-আগস্টের আগে
শিডিউল দিতে পারবো না। তাছাড়া আমি একসঙ্গে অনেক কিছু প্যাঁচিয়ে ফেলতে
চাচ্ছি না। এছাড়া আইরিন অভিনীত ‘প্রিয়তমা তুমি দাঁড়ি আমি কমা’ এবং ‘এ কেমন
প্রেমের গল্প’ ছবি দুটি আটকে আছে অনেকদিন। আইরিন বর্তমানে র্যাম্প শো,
বিজ্ঞাপন এবং ‘ছেলেটি আবল তাবল মেয়েটি পাগল পাগল’ ও ‘সেই তুমি’ ছবির শুটিং
নিয়ে ব্যস্ত। দুটি ছবিতেই আইরিনের নায়ক আরজু।Sunday, March 10, 2013
আইরিনের এক ডজন
‘ছেলেটি আবল তাবল মেয়েটি পাগল পাগল’ ছবি ঘোষণার পরই রাতারাতি আলোচনায় চলে
আসেন র্যাম্প কন্যা আইরিন। অল্প সময়ের মধ্যে ঢালিউডের নতুন আসা নায়িকাদের
মধ্যে তাকে নিয়ে বেশ আলোচনাও তৈরি হয়। এ নিয়ে চলছে এফডিসি, কাকরাইলসহ
চলচ্চিত্রপাড়ায় দারুণ আলাপ-আলোচনা। নায়িকা সঙ্কটকালে এ নায়িকাকে নিয়ে বেশ
কয়েকজন চলচ্চিত্র পরিচালক প্রযোজক পরিকল্পনা করতে শুরু করেছেন। বলা যায়, এক
মাসেরও কম সময়ে একডজন ছবিতে অভিনয়ের প্রস্তাব এসেছে এই র্যাম্প কন্যার
কাছে। এসব প্রস্তাবের মধ্যে উল্লেখযোগ্য হলো, দেলোয়ার জাহান ঝন্টুর একটি
ছবি, গাজিউর রহমানের ‘সেই তুমি’, রয়েল অনিকের পরিচালনায় ‘গেইম’, দেবাশীষ
বিশ্বাসের পরিচালনায় ‘ভালোবাসা জিন্দবাদ’, আবীরের পরিচালনায় একটি ছবি,
সোহানুর রহমান সোহানের পরিচালনায় নতুন একটিসহ আরও কয়েকটি ছবি। আইরিন বলেন,
অনেক প্রস্তাব আসছে। আমি তাই নিজেকে ভাগ্যবান মনে করছি। অল্প সময়ে আমার
কাছে এতো প্রস্তাব আসবে কল্পনাও করিনি। এরই মধ্যে একটিতে চূড়ান্ত এবং অন্য
একটি ছবিতে প্রাথমিকভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছি। বাকিগুলোতে এখনও কাজ
করবো কিনা বোঝা যাচ্ছে না। কারণ, এরই মধ্যে জুন পর্যন্ত আমার চলচ্চিত্রের
শিডিউল নির্ধারণ হয়ে গেছে। নতুন ছবিতে অভিনয় করলেও জুলাই-আগস্টের আগে
শিডিউল দিতে পারবো না। তাছাড়া আমি একসঙ্গে অনেক কিছু প্যাঁচিয়ে ফেলতে
চাচ্ছি না। এছাড়া আইরিন অভিনীত ‘প্রিয়তমা তুমি দাঁড়ি আমি কমা’ এবং ‘এ কেমন
প্রেমের গল্প’ ছবি দুটি আটকে আছে অনেকদিন। আইরিন বর্তমানে র্যাম্প শো,
বিজ্ঞাপন এবং ‘ছেলেটি আবল তাবল মেয়েটি পাগল পাগল’ ও ‘সেই তুমি’ ছবির শুটিং
নিয়ে ব্যস্ত। দুটি ছবিতেই আইরিনের নায়ক আরজু।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment