Friday, March 8, 2013
ইভানের সঙ্গে রিয়ার বিয়ে
সংগীতশিল্পী নীনা হামিদের বড় বোন রাশিদা চৌধুরী রুনুর
ছেলে ইভান চৌধুরীর সঙ্গে গতকাল দুপুর ১টায় বিশিষ্ট নৃত্যশিল্পী, মডেল ও
অভিনেত্রী ফারজানা রিয়া চৌধুরীর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এ সময়
উভয়পক্ষের আত্মীয়-স্বজন ছাড়া আর তেমন কেউই উপস্থিত ছিলেন না। রিয়ার
ইস্কাটনস্থ নিজ বাসভবনে এ বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। রিয়ার নতুন বর
ইভান চৌধুরী পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। গ্রামের বাড়ি মানিকগঞ্জ।
থাকেন আমেরিকায়। মূলত বিয়ে উপলক্ষেই তিনি দেশে ফিরেছেন। চলতি মাসেই আবার
আমেরিকা ফিরে যাবেন। ইভানের সঙ্গে বিয়ে প্রসঙ্গে রিয়া বলেন, ইভান একজন
গুণী মানুষ। তার আন্তরিকতাই মূলত আমাকে মুগ্ধ করেছে। সবার কাছে দোয়া চাই
যেন আমরা দাম্পত্য জীবনে সুখী হতে পারি। এদিকে রিয়া বর্তমানে উপস্থাপনা ও
নৃত্যের পাশাপাশি নৃত্যবিষয়ক রিয়েলিটি শো ‘ম্যাঙ্গোলি নাচো বাংলাদেশ নাচো’র
বিচারক হিসেবে ব্যস্ত সময় কাটাচ্ছেন। আগামী ১১ই মার্চ এ অনুষ্ঠানের
চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment