শখ। এরই মধ্যে তিনি শেষ করেছেন এশিয়ান টিভির ভালোবাসার কাহিনি ধারাবাহিকের কাজ। নাটকটি এখন নিয়মিত প্রচারিত হচ্ছে।
শখের শখ...
আমার নামটাই যেহেতু শখ, তাই শখের কোনো শেষ নেই। আমার অনেক শখ—গান শোনা,
নতুন কিছু জানা ও শেখা, নতুন কোনো দেশে যাওয়া। এমনি আরও অনেক কিছু।
আমি যাঁদের বড় ভক্ত...
বাবা আর মা।
যে কাজটা করলে শান্তি পাই...
মানুষের উপকার করতে পারলে অনেক বেশি শান্তি পাই। আর শুটিং শেষে বাসায় ফিরে
যখন আমার ছোট ভাই রঙের (বয়স আড়াই বছর) মুখটা দেখতে পাই, তখন অনেক বেশি ভালো
লাগে।
যাঁদের কাছে মনের কথা খুলে বলা যায়...
মা আর আমার বোন মুগ্ধকে। তাঁরা দুজন আমার খুব ভালো বন্ধু।
‘ভালোবাসার কাহিনি’তে অভিনয় করছি, আমার কাহিনি যত দূর...
প্লিজ, নো কমেন্ট।
এই ধারাবাহিকটির শুটিং করেছি...
কলকাতায়। কিছু কাজ ঢাকায়ও করেছি।
যে প্রসাধনী না হলে দিন চলে না...
কাজল আর পারফিউম। আমার অনেক পারফিউম আছে, ৫০টা তো হবেই। নানা ব্র্যান্ডের। একটা শেষ হওয়ার পর অন্যটার ব্যবহার শুরু করি।
ভাবলে খুব হাসি পায়...
মজার কিছু। শুটিংয়ে কিংবা শুটিংয়ের বাইরে সারা দিনই তো অনেক কিছু ঘটে। সেগুলো পরে ভাবলেই বেশ হাসি পায়।
মায়ের হাতের প্রিয় রান্না...
খিচুড়ি আর গরুর ভুনা মাংস। ভর্তাও ভালো লাগে।
বন্ধুদের আড্ডায় আলোচনার বিষয়...
নিজেদের কাজ, অন্য বন্ধুদের কথা, নিজেদের জীবন—আসলে আড্ডায় কথার কি আর শেষ আছে!
যে কথা কেউ জানে না...
আমি খুব ওপেন। আমার গোপন কিছু নেই। আসলে আমরা যাঁরা টিভি কিংবা চলচ্চিত্রে
কাজ করছি, তাঁদের প্রায় সবকিছুই দ্রুত প্রচারমাধ্যমে চলে আসে। সবাই জেনে
যায়।
No comments:
Post a Comment