Friday, April 5, 2013

ঠাণ্ডা যুদ্ধে ক্যাটরিনা-দীপিকা




ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ষষ্ঠ সিজনের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজক হওয়ার পরপরই শাহরুখ খান তাঁর দুই নায়িকা ক্যাটরিনা কাইফ ও দীপিকা পাড়ুকোনকে অনুষ্ঠানে অন্তর্ভুক্ত করেন। শাহরুখের প্রস্তাব দুজনের কেউই ফেলতে পারেননি। খবরটি মিডিয়ায় প্রকাশের সঙ্গে সঙ্গে এই দুই তারকার সমসাময়িক আরেক বলিউড নায়িকা কাছের বন্ধুদের বলেন, 'খুব মনোযোগ দিয়েছি উদ্বোধনী অনুষ্ঠান দেখার জন্য। না, শাহরুখের মনোমুঙ্কর অনুষ্ঠানের জন্য নয়, একই মঞ্চে রণবীর কাপুরের দুই সাবেক প্রেমিকা একে অন্যের সঙ্গে কেমন ব্যবহার করেন, তা দেখার জন্য।' আর এই নায়িকার কথাকে সত্য প্রমাণ করে মঞ্চে পাশাপাশি দাঁড়িয়েও একে অন্যের সঙ্গে একটি কথাও বলেননি ক্যাটস ও দীপস। এমনকি মঞ্চে একে অন্যের উপস্থিতি নিয়েও ছিলেন উদাসীন। তবে এ ক্ষেত্রে বুদ্ধিমানের পরিচয় দিয়েছেন শাহরুখ। হয়তো তিনিও এই স্নায়ুযুদ্ধ বুঝতে পেরেছিলেন, তাই প্রতিটা মুহূর্তেই তিনি দুই নায়িকার মাঝে দাঁড়িয়ে ছিলেন।

No comments:

Post a Comment