Thursday, March 21, 2013

ডায়ানার গাউনের দাম ২ লাখ ৪০ হাজার পাউন্ড

প্রিন্সেস ডায়ানার ১০টি পোশাক গত মঙ্গলবার লন্ডনে নিলামে বিক্রি করা হয়েছে। এসব পোশাকের মোট দাম উঠেছে আট লাখ ৬২ হাজার ৮০০ পাউন্ড।
ডায়ানা ১৯৮৫ সালে হোয়াইট হাউসে একটি নৈশভোজে হলিউড অভিনেতা জন ট্রাভোল্টার সঙ্গে যে পোশাক পরে নেচেছিলেন—এসব পোশাকের মধ্যে সেটিও রয়েছে। সবচেয়ে বেশি দুই লাখ ৪০ হাজার পাউন্ডে (দুই লাখ ৮১ হাজার ইউরো বা তিন লাখ ৬৩ হাজার ডলার) বিক্রি হয়েছে গাঢ় নীল মখমলের এই লম্বা গাউনটি।
১৯৮৫ সালে প্রিন্স ও প্রিন্সেস অব ওয়েলস যুক্তরাষ্ট্র সফর করেন। তাঁদের সম্মানে মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান একটি নৈশভোজের আয়োজন করেছিলেন। সেই নৈশভোজে এই গাউন পরেছিলেন ডায়ানা। হলিউড তারকা জন ট্রাভোল্টা অভিনীত স্যাটারডে নাইট ফেভার-এর ‘ইউ শুড বি ড্যান্সিং’ গানটির তালে তালে তাঁর সঙ্গে নেচেছিলেন তিনি।
নিলামকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা কেরি টেইলর জানান, যুক্তরাজ্যের এক ধনাঢ্য ব্যক্তি পোশাকটি কিনেছেন তাঁর স্ত্রীকে চমক দেওয়ার জন্য।
নিলামে বিক্রি হওয়া পোশাকগুলোর বেশ কয়েকটির ডিজাইনার জান্ড্রা রডস, ক্যাথরিন ওয়াকার, ব্রুস ওল্ডফিল্ড ও ভিক্টর ইডেলস্টেইন। তাঁরা সবাই ছিলেন ডায়ানার পছন্দের ডিজাইনার। অস্ট্রিয়া, অস্ট্রেলিয়া, ব্রাজিল, ভারত, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র সফরকালে এই পোশাকগুলো পরেছিলেন ডায়ানা। ১৯৯৭ সালে প্যারিসে এক সড়ক দুর্ঘটনায় মারা যাওয়ার মাত্র দুই মাস আগে মানবিক সাহায্যে তহবিল সংগ্রহের উদ্দেশ্যে তিনি এগুলো বিক্রি করে দেন। পোশাকগুলো কিনেছিলেন ফ্লোরিডার নারী ব্যবসায়ী মরিন রোরেচ।
নিলামকারী প্রতিষ্ঠানের একজন মুখপাত্র জানান, রোরেচকে দেউলিয়া ঘোষণার পর ২০১১ সালে কানাডায় পোশাকগুলো নিলামে তোলা হয়। কিন্তু সে যাত্রায় মাত্র চারটি বিক্রি হয়। তবে মঙ্গলবারের নিলামে সবগুলোই বিক্রি হয়েছে। একেকটির দাম উঠেছে ২৪ হাজার পাউন্ড থেকে দুই লাখ ৪০ হাজার পাউন্ড পর্যন্ত। এর মধ্যে দুটি পোশাক কিনেছে যুক্তরাজ্যের একটি জাদুঘর।

No comments:

Post a Comment