Saturday, March 2, 2013

সারিকার রাতের গল্প

শুটিংয়ের জন্য টানা তিন রাত নির্ঘুম কাটালেন সারিকা। আফজাল হোসেন মুন্নার রচনা ও পরিচালনায় নাটকটির নাম ‘গল্পটা এক রাতের অথবা অনাগত অনেক রাতের’। টানা তিন রাত ব্যায় করে সম্প্রতি বনানী, উত্তরা ও মিরপুরের বিভিন্ন স্থানে এ নাটকের শুটিং হয়েছে। সারিকা বলেন, নাটকটির গল্পটা বেশ সুন্দর। অনেক পরিশ্রম করতে হয়েছে আমাদের। তবে রাত জেগে শুটিংয়ের ফাকে আমরা অনেক মজাও করেছি। শুটিংয়ের অভিজ্ঞতা সম্পর্কে সারিকা বলেন, তিন রাত ঢাকা শহরের বিভিন্ন এলাকায় শুটিং করেছি। আর দিনের বেলায় ঘুমিয়েছি। নাটকটি আমার অভিনয়জীবনের নতুন অভিজ্ঞতা এনে দিয়েছে। এখানে আমার সহশিল্পী অথবা রাতের সঙ্গী হিসেবে ছিলেন সজল। কাজটি করে এককথায় আমি মুগ্ধ। ‘গল্পটা এক রাতের অথবা অনাগত অনেক রাতের’ নাটকটি শিগগিরই যে কোন টিভি চ্যানেলে সমপ্রচারের কথা রয়েছে।

No comments:

Post a Comment