দীর্ঘ দশ বছর পর আবারও একসঙ্গে বড়পর্দায় হাজির হচ্ছেন বলিউডের অন্যতম
জনপ্রিয় দুই তারকা হৃতিক রোশন ও কারিনা কাপুর। করণ জোহরের ‘শুদ্ধি’ ছবিতে
জুটি বেঁধে অভিনয় করবেন তাঁরা।
করণ জোহরের প্রযোজনায় ছবিটি পরিচালনার দায়িত্ব পেয়েছেন করণ মালহোত্রা।
গত বছর হৃতিক অভিনীত ‘অগ্নিপথ’ ছবি উপহার দিয়েছিলেন এ প্রযোজক-পরিচালক
জুটি। বিশাল বাজেটের ‘শুদ্ধি’ ছবিতে হৃতিকের অন্তর্ভুক্তি আগেই চূড়ান্ত
হয়েছিল। কিন্তু তাঁর বিপরীতে কে অভিনয় করবেন তা নিয়ে দ্বিধায় ছিলেন
নির্মাতারা।
‘শুদ্ধি’র কেন্দ্রীয় নারী চরিত্রে পছন্দের তালিকায় ছিলেন দীপিকা পাড়ুকোন
ও কারিনা। এ দুজনের মধ্য থেকে একজনকে চূড়ান্ত করার সিদ্ধান্ত নিতে যথেষ্ট
বেগ পেতে হয় নির্মাতাদের। অবশেষে সম্প্রতি লোভনীয় ওই চরিত্রে অভিনয়ের
সুযোগ পেয়েছেন কারিনা। জানিয়েছে জিনিউজ ব্যুরো।
সর্বশেষ ২০০৩ সালে ‘ম্যায় প্রেম কি দিওয়ানি হুঁ’ ছবিতে জুটি বেঁধেছিলেন
হৃতিক-কারিনা। ওই ছবিতে অভিনয়ের পর বিবাহিত হৃতিকের সঙ্গে কারিনার প্রেমের
জোর গুজব ছড়িয়ে পড়ে। এ কারণে পরবর্তী সময়ে তাঁদের এক ছবিতে অভিনয়ের
জন্য রাজি করাতে পারেননি কোনো নির্মাতা। অবশেষে সেই অসম্ভবকে সম্ভব করে
দেখালেন করণ জোহর। হৃতিক ও কারিনার সঙ্গে তাঁর দহরম-মহরমের কারণেই এমনটা
সম্ভব হয়েছে।
চলতি বছরের নভেম্বরে ‘শুদ্ধি’ ছবির শুটিং শুরু হবে। তবে প্রেক্ষাগৃহে বসে
হৃতিক-কারিনা জুটিকে দেখার জন্য আগামী বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে
দর্শকদের। কারণ, ছবিটি মুক্তি পাবে ২০১৪ সালের অক্টোবরে।
No comments:
Post a Comment