ওজন কমানোর জন্য রীতিমতো উঠেপড়ে লেগেছেন ‘ইশকজাদে’খ্যাত বলিউডের অভিনেত্রী
পরিনীতি চোপড়া। আগামী এপ্রিলে শুরু হচ্ছে করণ জোহরের ‘হাসি তো ফাঁসি’
ছবির শুটিং। ছবির প্রয়োজনে আট কেজি ওজন কমাতে বলা হয়েছে পরিনীতিকে।
সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে মাত্র এক মাস। এ জন্য নিয়মিত জিমে গিয়ে ঘাম
ঝরাচ্ছেন ২৪ বছর বয়সী এ অভিনেত্রী।
‘হাসি তো ফাঁসি’ ছবিতে পরিনীতির বিপরীতে দেখা যাবে ‘স্টুডেন্ট অব দ্য
ইয়ার’খ্যাত নবাগত অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রাকে। ছবিটিতে পরিনীতির
আবেদনময়ী রূপ তুলে ধরতে চান নির্মাতারা। মূলত এ কারণেই ওজন কমাতে বলা
হয়েছে তাঁকে। এক খবরে জানিয়েছে জিনিউজব্যুরো।ওজন কমিয়ে পরিনীতি আসলে এক ঢিলে দুই পাখি মারছেন। কারণ, মনীশ শর্মার পরবর্তী ছবির জন্যও ওজন কমাতে বলা হয়েছে তাঁকে। বর্তমানে ‘কাই পো চে’খ্যাত নবাগত বলিউডের অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সঙ্গে অভিনয়ে ব্যস্ত সময় পার করছেন পরিনীতি। পাশাপাশি চালাচ্ছেন ওজন কমানোর যুদ্ধ।
No comments:
Post a Comment