Tuesday, March 5, 2013

এ কি কথা বীণার মুখে

বীণা মালিকের মুখে এ কি কথা! যা দারুণ বিস্ময়েরই সৃষ্টি করেছে সবার মধ্যে। যে বীণা সমপ্রতি এক মিনিটে ১৩৭ বার  চুম্বনের বিশ্ব রেকর্ড গড়লেন তিনি নাকি পর্দায় চুম্বনের দৃশ্য ঘৃণা করেন। বীণার  মুখে এমন কথা যেন একেবারেই বেমানান! এর আগে এমন একটি রেকর্ড গড়েছিলেন সালমান খান এক মিনিটে ১০৮ বার চুম্বন করে। কিছুদিন আগে তার উনত্রিশতম জন্মদিন উপলক্ষে শত চুম্বন উপহার পেয়ে রীতিমতো সংবাদ শিরোনামে চলে আসেন বীণা। সতীশ রেড্ডির   প্রযোজনা ও  হারুন রশীদের  পরিচালনায়  ‘সিটি দ্যাট নেভার স্লিপ’ ছবিতে অভিনয়ের জন্য নায়ক খুঁজতে এক প্রতিযোগিতার আয়োজন করা  হয়। আর সেখানেই ঘটে এ ঘটনা। এ সম্পর্কে বীণা বলেন, আমি আরও তিন-চার বার ওয়ার্ল্ড রেকর্ড গড়বো, ইনশাল্লাহ। মজার ব্যাপার হলো, বীণা যে সব তথ্য দিয়েছেন তাতে তার ভক্তরা কিছুটা হলেও বিস্মিত হয়েছেন। বীণা বলেন, আমি সত্যি বলছি, পর্দায় চুম্বনের দৃশ্যে অভিনয় করতে আমার মোটেও ভাল লাগে না। যদিও আমার সামনের চতুর্থতম ছবি ‘ডার্টি পিকচার’-এর দক্ষিণী ভার্সনেও চুম্বনের দৃশ্য আছে। আমি সততার সঙ্গে বলছি, রুপালি পর্দায় চুম্বনের দৃশ্য আমি ঘৃণা করি। চুম্বনের দৃশ্যে অভিনয় করা একেবারে সহজ কথা নয়। এটা তো পপকর্ন বা চকোলেট খাওয়া নয়, ভাগ দিতে হয় অন্যকে। আমি এ বিষয়টা থেকে সরে আসতে চাই।

No comments:

Post a Comment