Tuesday, March 5, 2013

কারিনাকে সরিয়ে বলিউডে সেরা ক্যাটরিনা

টাইমস র্যাঙ্কিং সিস্টেমে জানুয়ারি মাসে কারিনা কাপুরকে হটিয়ে বলিউডের সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন ক্যাটরিনা কাইফ। অন্যদিকে, সেরা অভিনেতা হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছেন ‘দাবাং’ তারকা সালমান খান।
তারকাদের বক্স অফিস সাফল্য, খবরের শিরোনাম হওয়ার সামর্থ্য, পণ্যের দূতিয়ালিতে সাফল্য, জনপ্রিয়তাসহ নানা বিষয়ের ওপর ভিত্তি করে টাইমস সেলেবেক্স প্রকাশ করা হয় প্রতি মাসে। জানুয়ারিতে মোট ৫৬ পয়েন্ট পেয়ে তালিকায় শীর্ষে আছেন সালমান। আর ৪৬ পয়েন্ট পেয়ে বলিউডের অভিনেত্রীদের মধ্যে শীর্ষস্থান দখল করেছেন ক্যাটরিনা। জানিয়েছে ‘টাইমস অব ইন্ডিয়া’।
গত বছরের ডিসেম্বরে সেরা অভিনেতা ও অভিনেত্রী নির্বাচিত হয়েছিলেন সালমান খান ও কারিনা কাপুর। তাঁরা যথাক্রমে ৮৯ ও ৫৪.৫ পয়েন্ট পেয়েছিলেন। নতুন তালিকায় সালমান তাঁর অবস্থান ধরে রাখলেও পিছিয়ে গেছেন কারিনা। তিনি রয়েছেন চতুর্থ স্থানে।
বলিউডের অভিনেত্রীদের মধ্যে ক্যাটরিনা কাইফের পরের অবস্থানে রয়েছেন যথাক্রমে প্রিয়াংকা চোপড়া (৪৪ পয়েন্ট), দীপিকা পাড়ুকোন (৩৯ পয়েন্ট), কারিনা কাপুর (৩৬ পয়েন্ট), আনুশকা শর্মা (৩৩ পয়েন্ট), বিদ্যা বালান (২০.৫ পয়েন্ট), সোনাক্ষি সিনহা (১৯ পয়েন্ট), বিপাশা বসু (১৭ পয়েন্ট), ঐশ্বরিয়া রাই বচ্চন (১৬.৫ পয়েন্ট) এবং জ্যাকুলিন ফার্নান্দেজ (১৮.৫ পয়েন্ট)।
বলিউডের অভিনেতাদের মধ্যে সেরা দশে ঠাঁই পেয়েছেন যথাক্রমে সালমান খান (৫৬ পয়েন্ট), শাহরুখ খান (৪৬ পয়েন্ট), সাইফ আলী খান (৩৬.৫ পয়েন্ট), অক্ষয় কুমার (৩৫ পয়েন্ট), রণবীর কাপুর (৩১ পয়েন্ট), জন আব্রাহাম (২৬.৫ পয়েন্ট), আমির খান (২৬.৩ পয়েন্ট), অমিতাভ বচ্চন (২৬ পয়েন্ট), ইমরান খান (২১.৫ পয়েন্ট) এবং হূতিক রোশন (১৭ পয়েন্ট)।

No comments:

Post a Comment