Sunday, March 31, 2013

আনুশকার ‘না’


সমপ্রতি একটি নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন আনুশকা শর্মা। এ ছবিটি পরিচালনা করছেন প্রিয়দর্শন। এ পরিচালকের সঙ্গে প্রথমবারের মতো কাজ করছেন আনুশকা। ছবিতে তাকে দেখা যাবে তুষার কাপুরের বিপরীতে। ছবির একটি স্থানে চুমোদৃশ্যের পরিকল্পনা করেছিলেন প্রিয়দর্শন। কিন্তু এ দৃশ্যটি আনুশকা করতে পারবেন না বলে সমপ্রতি সাফ জানিয়ে দিয়েছেন। ধারণা করা হচ্ছে তুষার কাপুর হওয়ায় চুমোদৃশ্যটি করতে চাচ্ছেন না তিনি। তবে প্রথমবারের মতো এ নায়িকা চুমোদৃশ্য করতে রাজি না হওয়ায় অবাকই হয়েছেন বলিউড সংশ্লিষ্টরা। আনুশকার মুখে ‘না’ শোনার পরও তাকে বেশ কয়েকবার বিষয়টি নিয়ে আরও একবার ভাবার পরামর্শ দিয়েছিলেন প্রিয়দর্শন। কিন্তু কোনভাবেই এই চুমোদৃশ্যটি করতে রাজি করানো যায়নি আনুশকাকে। তাই বাধ্য হয়েই পরিচালক চুমোদৃশ্যটি ছবি থেকে বাদ দিয়েছেন। এ ছবিটির শুটিং শুরু হতে যাচ্ছে এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে। তবে আনুশকার এমন সিদ্ধান্তের বিপরীতে এখন পর্যন্ত তুষার কাপুরের মন্তব্য শোনা যায়নি। এ বিষয়ে মিডিয়াকে আনুশকা জানিয়েছেন, আসলে সব সময় যে সব ধরনের দৃশ্য করতে হবে তেমন কোন কথা নেই। আমার মনে হয়েছে এই চুমোদৃশ্যটি ছবিতে আমার চরিত্রটির সঙ্গে যাচ্ছে না। তাই আমি এটি করবো না বলে জানিয়েছি। এ নিয়ে আসলে আলোচনার কিছু নেই। আশা করছি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন।
CLICK THIS PIC :

No comments:

Post a Comment