Sunday, March 10, 2013

আবার একসঙ্গে

আবার রুপালি পর্দায় একসঙ্গে দেখা যাবে তারকা জুটি শাহরুখ-ঐশ্বর্যকে। আর এই কঠিন কাজটি সম্ভব হতে চলেছে কোরিওগ্রাফার-পরিচালক ফারাহ খানের হাত ধরে। ফারাহ তার পরের ছবি ‘হ্যাপি নিউ ইয়ার’-এর জন্য প্রস্তাব করেছেন ঐশ্বর্যকে, কিং খানের বিপরীতে অভিনয়ের জন্য। জানা গেছে, এ ছবিতে ঐশ্বর্য কাজ করতে রাজিও হয়ে যেতে পারেন। অবশ্য রাজি হওয়ারও একটা কারণ আছে। তার স্বামীও এ ছবিতে অভিনয় করবেন। তাহলে আর আপত্তিটা থাকছে কোথায়। অভিনয়ের পাশাপাশি তারকা দম্পতির ভাল সময়ও কাটবে। আর কিং খানের বিপরীতে অভিনয় করার আগ্রহটা নেহায়েত কম নয়। শাহরুখ বা কিং খানের বিপরীতে অভিনয় করে ঐশ্বর্য  জনপ্রিয়তা কম পাননি। তাদের অভিনীত ছবিগুলোর মধ্যে ‘জোস’, ‘দেবদাস’, ‘মহব্বাতেন’ ছবিগুলো বক্স অফিস মাতিয়ে তোলে। তার পরের বছর দুয়েক এ তারকা জুটির ঢিলেঢালা সময় পার হলেও ‘চলতে চলতে’ ছবিতে গিয়ে আবার তারা ঝামেলায় জড়িয়ে পড়ায় শেষে রানী মুখার্জিকে নেয়া হয়। কিন্তু তারকা অদল-বদল হওয়া বলিউডে এ আর নতুন কি! নতুন করে আবারও এ তারকা জুটিকে দেখতে পাবেন ভক্তরা। যদিও এখন পর্যন্ত শুধু শাহরুখ খান ও অভিষেক বচ্চন ছবিতে সাইন করেছেন। তবে ঐশ্বর্যের চরিত্রে অভিনয় করার জন্য কাটরিনাকেও  প্রস্তাব পাঠানো হয়। অবশ্য যদি ঐশ্বর্য রাজি হন তবে এ ছবির নায়িকা হবেন তিনিই।

No comments:

Post a Comment