Sunday, March 10, 2013

‘মিস্টার ইন্ডিয়া’ সিক্যুয়েলে অনিল-শ্রীদেবী

১৯৮৭ সালে মুক্তি পাওয়া ব্লকবাস্টার হিট ছবি ‘মিস্টার ইন্ডিয়া’য় জুটি বেঁধে অভিনয় করেছিলেন অনিল কাপুর এবং শ্রীদেবী। এবার ছবিটির সিক্যুয়েলেও জুটি বাঁধছেন তাঁরা। ‘মিস্টার ইন্ডিয়া ২’ ছবিতে অনিলের অন্তর্ভুক্তি আগেই নিশ্চিত হয়েছিল। সম্প্রতি ছবিটিতে নিজের অন্তর্ভুক্তির খবর নিশ্চিত করলেন শ্রীদেবী।

এ প্রসঙ্গে শ্রীদেবী জানিয়েছেন, ‘হ্যাঁ, “মিস্টার ইন্ডিয়া ২” ছবির সঙ্গে সম্পৃক্ত হয়েছি আমি। এই মুহূর্তে এর চেয়ে বেশি কিছু বলতে চাচ্ছি না। কারণ, সবেমাত্র ছবিটির চিত্রনাট্য লেখার কাজ শুরু হয়েছে। এখন “নো এন্ট্রি” ছবির সিক্যুয়েলের কাজ নিয়ে ব্যস্ত আছি আমরা। এই ছবিটির কাজ শেষ হলে “মিস্টার ইন্ডিয়া ২” ছবির কাজ পুরোদমে শুরু হবে।’

শ্রীদেবী আরও বলেন, ‘গত বছর মুক্তি পাওয়া “ইংলিশ ভিংলিশ” ছবির সাফল্যের পর বেশ কয়েকটি ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়েছি। এখন সেগুলোর চিত্রনাট্য মন দিয়ে পড়ছি। চিত্রনাট্য পছন্দ হলেই কেবল হ্যাঁ বলব।’ এক খবরে এমনটিই জানিয়েছে ‘হিন্দুস্তান টাইমস’।

মেয়ে জানভি চলচ্চিত্র শিল্পের সঙ্গে সম্পৃক্ত হবেন কি না, এমন এক প্রশ্নের জবাবে শ্রীদেবী জানিয়েছেন, ‘জানভির বয়স এখন ১৬। এই মুহূর্তে তাঁর মূল কাজ পড়া-লেখা করা। আমি চাই না কোনো কারণে তার পড়া-লেখা ক্ষতিগ্রস্ত হোক। সময় হলে নিজের পথ নিজেই বেছে নেবে সে।’

No comments:

Post a Comment