Saturday, March 2, 2013

বিব্রত পরিনীতি

‘ইশকজাদে’-এর পর বর্তমানে তিনটি ছবির কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন প্রিয়াংকা চোপড়ার চাচাতো বোন পরিনীতি চোপড়া। তিনটি ছবিতেই ভিন্ন ভিন্ন চরিত্রে দর্শকরা দেখতে পাবেন তাকে। এর মধ্যে একটি ছবির মহরত অনুষ্ঠিত হয় সমপ্রতি। সে মহরত অনুষ্ঠানে মিডিয়াকে প্রিয়াংকা ও নিজেকে নিয়ে বেশ কিছু বক্তব্য নিজে থেকেই প্রদান করেন পরিনীতি। এ বিষয়ে তিনি বলেন, একটা বিষয় পরিষ্কার করে বলতে চাই যে আমি প্রিয়াংকার মাধ্যমে বলিউডে আসিনি। নিজে অনেক কষ্ট করে বলিউডে কাজ শুরু করেছি। কিন্তু বেশ কিছু মিডিয়া এ বিষয়ে কাল্পনিক খবর প্রকাশ করছেন। তারা বলছেন আমি নাকি বলিউডে পথ চলছি প্রিয়াংকার হাত ধরে। এটা একদমই ঠিক নয়। কারণ, এর মাধ্যমে প্রিয়াংকার সঙ্গে সম্পর্ক নষ্ট হচ্ছে আমার। বিষয়টি নিয়ে আমি বিব্রত। আমার ক্যারিয়ারে প্রিয়াংকার প্রভাব নেই। এটা প্রিয়াংকা নিজেও ভাল করে জানেন। আমি যে ছবিগুলো করছি নিজের যোগ্যতাতেই করছি। দর্শকরা পছন্দ করলে কাজ করবো, আর না করলে কাজ করবো না। এটাই আমার নীতি।

No comments:

Post a Comment