Wednesday, March 6, 2013
দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে রিয়া
দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসছেন মডেল ও নৃত্যশিল্পী রিয়া। এমন একটি
খবর গতকাল দিনভর উড়ে বেড়িয়েছে মিডিয়ার বাতাসে। নানা সূত্র থেকে জানা গেছে,
রিয়ার নতুন বর আমেরিকা প্রবাসী ব্যবসায়ী। নাম ইভান। তিনি নৃত্যগুরু রাহিজা
খানম ঝুনুর বোনের ছেলে। আগামীকাল দুই পরিবারের উপস্থিতিতে এ বিয়ের অনুষ্ঠান
সম্পন্ন হবে বলেও প্রচারণা বেশ জোরালো। সূত্র আরও জানায়, বিয়ের কেনাকাটা
শেষ হয়েছে সোমবার। বিয়ের যাবতীয় কেনাকাটার দায়িত্বে ছিলেন রাহিজা খানম
ঝুনুর মেয়ে নৃত্যশিল্পী বেবী। উল্লেখ্য, প্রায় ৭-৮ বছর আগে মিনহাজ নামে
একজন বৈমানিকের সঙ্গে রিয়ার বিয়ে হয়। নানা কারণে তাদের বনিবনা না হওয়ায় গত
সপ্তাহে মিনহাজকে তালাক দেন রিয়া। এদিকে মিনহাজের সঙ্গে বিয়ের আগে মিডিয়ার
সবাই জানতেন, মডেল পল্লবের সঙ্গেই বিয়ে হবে রিয়ার। কারণ, প্রায় একযুগ ছিল
তাদের প্রেমের সম্পর্ক। এটা সবার কাছেই ছিল ওপেন সিক্রেট। পল্লবের সঙ্গে
প্রেমের সম্পর্ক থাকার পরও মিনহাজকে বিয়ে করেন রিয়া। পল্লব এখনও বিয়ে
করেননি। দ্বিতীয় বিয়ের বিষয়টি সম্পর্কে জানতে গতকাল রিয়ার সেলফোনে
একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি। অন্যদিকে নৃত্যশিল্পী বেবীর
সঙ্গে সেলফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, সবকিছুই ঠিক ছিল। কিন্তু রিয়ার
আগের যে সমস্যাটা আছে সেটা মিটে না যাওয়া পর্যন্ত কিছু হচ্ছে না। আর তাছাড়া
বিয়ে হলে তো আপনাদেরকে জানানো হবেই।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment