আমির যাই করেন নিজের সেরাটাই দেন। বিগত ২৫ বছর ধরে এটাই দেখে আসছে বলিউড।
ছবিতে চুম্বনের(লিপলক) ক্ষেত্রেও সেই পারফেকশন যে তিনি ধরে রাখবেন তা বলাই
বাহুল্য। পিকে ছবিতে অনুষ্কা শর্মার সঙ্গে চুম্বন করতে দেখা যাবে আমিরকে।
আর খবর যদি সত্যি হয়, তাহলে এটাই হতে চলেছে এখনও পর্যন্ত পর্দায় সবথেকে
দীর্ঘ সময়ব্যাপী চুম্বন।
নিজের দীর্ঘ বলিউড কেরিয়ারে প্রায় সব প্রথম সারির নায়িকাকেই চুম্বন করেছেন আমির। কয়ামত সে কয়ামত তক, ইশক ছবিতে জুহি চাওলা, দিল ছবিতে মাধুরী দীক্ষিত, বাজি ছবিতে মমতা কুলকার্নি, রাজা হিন্দুস্তানি ছবিতে করিশমা কপুর, মন ছবিতে মনীষা কৈরালা, থ্রি ইডিয়টস ছবিতে করিনা কপুর, লগন ও রঙ্গ দে বসন্তী ছবিতে বিদেশিনী অভিনেত্রীর সঙ্গে চুম্বন দৃশ্যে অভিনয় করেছেন আমির। তবে তাঁকে সবথেকে বেশি সময় ধরে চুম্বন করার ভাগ্য হতে চলেছে অনুষ্কারই।
No comments:
Post a Comment