Thursday, March 21, 2013

সঞ্জয়ের পাঁচ বছরের জেল

ভারতের সুপ্রিম কোর্ট আজ ২১ মার্চ বৃহস্পতিবার অস্ত্র আইনের এক মামলার রায়ে বলিউডের অভিনেতা সঞ্জয় দত্তকে পাঁচ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন। এ-সংক্রান্ত মামলায় এর মধ্যে মোট ১৮ মাস জেল খেটেছেন বলিউডের এই অভিনেতা। এক খবরে জানিয়েছে এনডিটিভি।
বাড়িতে অবৈধ অস্ত্র রাখার অভিযোগে অস্ত্র আইনের মামলায় সঞ্জয় দত্তকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। তাঁকে চার সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের আদেশ দিয়েছেন আদালত।
১৯৯৩ সালের মার্চ মাসে মুম্বাইয়ে ধারাবাহিকভাবে বেশ কয়েকটি স্থানে ১২টি শক্তিশালী বোমা বিস্ফোরিত হয়েছিল। সেসময় ওই ভয়াবহ বিস্ফোরণে মারা গিয়েছিলেন ২৫৭ জন আর ৭০০ জনের বেশি আহত হয়েছিলেন।
মুম্বাইয়ে ভয়াবহ এই সহিংসতা ঘটার পর বিস্ফোরণ মামলার সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগ এবং বাড়িতে অবৈধ অস্ত্র থাকার অভিযোগে ১৯৯৩ সালের এপ্রিল মাসে সঞ্জয় দত্তকে টেরোরিস্ট অ্যান্ড ডিসট্রাপটিভ অ্যাকটিভিটিস্ট অ্যাক্টের (টাডা আইন) অধীনে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশ। এ ঘটনার সঙ্গে যুক্ত সন্দেহে সঞ্জয় দত্তের বাড়ি তল্লাশি করে একটি একে-৫৬ রাইফেল ও একটি লাইসেন্সহীন নাইন এমএম পিস্তল খুঁজে পেয়েছিল পুলিশ। সন্ত্রাসে সংযুক্ত থাকার অভিযোগ এবং অবৈধ অস্ত্র রাখার দায়ে তাঁকে গ্রেপ্তার করার পর মুম্বাইয়ের আর্থার রোড জেলে রাখা হয়েছিল।
পরবর্তী সময়ে ২০০৬ সালে টাডা আদালত সঞ্জয়ের বিরুদ্ধে সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগটি বাদ দেন। তবে আদালত তাঁকে অবৈধ অস্ত্র রাখার দায়ে ছয় বছরের কারাদণ্ড দিয়েছিলেন। এর পরিপ্রেক্ষিতে সঞ্জয় সুপ্রিম কোর্টে আপিল করলে ২০ আগস্ট সুপ্রিম কোর্ট থেকে জামিন পান সঞ্জয় দত্ত।
প্রসঙ্গত, ২০০৬ সালের ২ আগস্ট টাডা আদালতের আদেশে গ্রেপ্তার হয়েছিলেন তিনি এবং তাঁকে সেসময় পুনের ইয়ারদা জেলে পাঠানো হয়েছিল।
সঞ্জয় তাঁর স্বীকারোক্তিতে জানিয়েছিলেন, মুম্বাইয়ের ভয়াবহ বিস্ফোরণের আগে দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ কয়েকজন সঙ্গী তাঁর বাড়িতে অস্ত্রসহ এসেছিলেন। তাঁদের কাছ থেকেই তিনি একটি একে-৫৬ রাইফেল নিজের পরিবারের সুরক্ষার প্রয়োজনে রেখে দেন। তবে মুম্বাই সহিংসতার পর তিনি তাঁর ঘনিষ্ঠ বন্ধু ইউসুফ নালওয়ালাকে অস্ত্রটি ধ্বংস করে ফেলার নির্দেশ দিয়েছিলেন। অবশ্য পরে সঞ্জয় এই স্বীকারোক্তির বিষয়টি অস্বীকার করেন।
সন্ত্রাসের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ থেকে নিষ্কৃতি পেলেও অস্ত্র আইনের মামলায় ভারতের সুপ্রিম কোর্ট এক রায়ে আজ ২১ মার্চ বলিউডের জনপ্রিয় এই অভিনেতাকে অবৈধ অস্ত্র রাখার অপরাধে পাঁচ বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছেন।
বলিউডের অভিনেতা সুনীল দত্ত ও অভিনেত্রী নার্গিস দত্ত দম্পতির ছেলে সঞ্জয় দত্ত। ‘মুন্না ভাই এমবিবিএস’ চলচ্চিত্রে অভিনয় করে ২০০৭ সালে ভারতীয় প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের কাছ থেকে বিশেষ সম্মাননা গ্রহণ করেছেন সঞ্জয় দত্ত।

No comments:

Post a Comment