Sunday, March 31, 2013

ইমপ্রেস টেলিফিল্মের বুটিক সিনেমা- একসঙ্গে ৬ নতুন পরিচালকের অভিষেক


‘নতুন’ কথাটির প্রতি ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরের আলাদা একটা দুর্বলতা আছে। ‘নতুন’ কিংবা ‘প্রথম’ কোন কিছু হলেই তিনি সেটা গ্রহণ করতে কার্পণ্য করেন না। কারণ, তিনি বিশ্বাস করেন নতুনরাই সময়কে নিয়ন্ত্রণ করতে পারে। নতুনরাই আগামীদিনের ভবিষ্যত। তাই তো গতকাল রাজধানীর অভিজাত একটি পাঁচ তারকা হোটেলে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ফরিদুর রেজা সাগর ঘোষণা করলেন ইমপ্রেস টেলিফিল্মের নতুন প্রয়াস বুটিক সিনেমার নাম। ঘোষণা করলেন ৬ জন একেবারেই নতুন আনকোরা চলচ্চিত্র পরিচালকের নাম। ফুলেল শুভেচ্ছা আর বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে তাদের চলচ্চিত্রে অভিষিক্ত করলেন তিনি। পরিচালক ৬ জন হলেন- অমিতাভ রেজা, আকরাম খান, আদনান আলম রাজীব, আবু শাহেদ ইমন, গোলাম কিবরিয়া ও রবিউল আলম রবি। এই ৬ জন পরিচালকের ছবি নির্মাণের সঙ্গে কার্যনির্বাহী প্রযোজক হিসেবে সক্রিয়ভাবে জড়িত থাকবেন আরেক আলোচিত পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী এবং তিনি নিজেও একটি ছবি নির্মাণ করবেন। একসঙ্গে ৬ জন নতুন পরিচালককে দিয়ে ছবি নির্মাণের মতো সাহসী পদক্ষেপের জন্য ৭৫ ছবির নির্মাতা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম এবং তার ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরকে অভিনন্দন এবং নতুনদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন একুশে পদকপ্রাপ্ত পরিচালক চাষী নজরুল ইসলাম, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক মতিন রহমান, পরিচালক মহম্মদ হান্‌নান, শাহ আলম কিরণ, গোলাম রাব্বানী বিপ্লব, সামিয়া জামান, মুশফিকুর রহমান গুলজার, অনিমেষ আইচ, বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্ব হাবিবুর রহমান খান। কাহিনীকার গাউসুল আলম শোভন ও মোস্তফা সরয়ার ফারুকী। ‘বড় স্বপ্ন ছোট লাফ’- এ স্লোগানকে সামনে রেখে যে ৬টি ছবি নির্মাণ হবে সেগুলো হলো- ‘প্রক্সি’ (অমিতাভ রেজা), ‘কে’ (আকরাম খান), ‘প্রজন্ম এক্স’ (আদনান আল রাজীব), ‘জালালের পিতাগণ’ (আবু শাহেদ ইমন), ‘কর্পুর’ (গোলাম কিবরিয়া) ও ‘টাকার খেলা’ (রবিউল আলম রবি)। ফারজানা ব্রাউনিয়ার উপস্থাপনায় চ্যানেল আইতে সরাসরি সমপ্রচারিত বর্ণাঢ্য এ অনুষ্ঠানে নতুন ৬ পরিচালককে ‘রেড কার্পেট’ সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানের শুরুতেই ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ছবিগুলোর উল্লেখযোগ্য অংশ প্রদর্শন করা হয়। পরে নতুন ৬ জন পরিচালকের সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরা হয়। ইমপ্রেস টেলিফিল্মের বুটিক সিনেমার ওয়েবসাইট উদ্বোধনের মধ্য দিয়ে সিনেমায় নতুন দিগন্তের সূচনা করা হয়। ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর নতুন ৬ জন পরিচালককে সাহস ও অনুপ্রেরণা জোগানোর জন্য চলচ্চিত্র শিল্প ও গণমাধ্যমের প্রতি আহ্বান জানান। উল্লেখ্য, সুস্থধারার চলচ্চিত্র নির্মাণ প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম লি. ২০০৩ সাল থেকে নিয়মিত চলচ্চিত্র প্রযোজনা পরিবেশনা করে আসছে। এ পর্যন্ত প্রায় ৭৫টি ছবি নির্মাণ করেছে তারা। এসবের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক ছবিই বিভিন্ন শাখায় ১১৬টি জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ দেশ-বিদেশে অসংখ্য পুরস্কার লাভ করেছে।
CLICK THIS LINK :Best Java Games, Apps;

No comments:

Post a Comment