Sunday, March 24, 2013

লাক্স তারকা রাহার মৃত্যু নিয়ে রহস্য

অনেকটা সংগোপনেই চলে গেলেন ২০০৭ সালের ‘লাক্স-চ্যানেল আই সুপার স্টার’ প্রতিযোগিতায় সেরা দশের তারকা সুমাইয়া আসগর রাহা। গত শুক্রবার রাতে নিজ বাসায় মারা গেছেন রাহা। শনিবার বিকেলে রাজধানীর আজিমপুর কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে। জানিয়েছেন রাহার বাবা শেখ মো. আলী আজগর।
আজ রোববার দুপুরে মোহাম্মদপুর চাঁন মিয়া হাউজিঙে রাহাদের বাসায় শেখ মো. আলী আসগরের সঙ্গে কথা হয়। তিনি দাবি করেছেন, তাঁর মেয়ে হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। তিনি বলেন, ‘শুক্রবার রাত আটটা নাগাদ রাহা বাসায় ফেরে। এরপর সে তার নিজের ঘরে চলে যায়। শনিবার সকালে তার কোনো সাড়া শব্দ না পেয়ে চাবি দিয়ে তার ঘরের দরজা খোলা হয়। তখন বিছানায় থাকা রাহাকে ডাকাডাকি করে কোনা সাড়া না পেয়ে আমরা সকাল সাড়ে আটটার দিকে মহল্লার একজন চিকিত্সককে নিয়ে আসি। সেই চিকিত্সক জানান, রাহা ঘণ্টা তিনেক আগেই হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে। এরপর আমরা তাঁকে দ্রুত সিটি হাসপাতালে নিয়ে যাই। সেখানেও চিকিত্সকেরা একই কথা বলেছেন।’
তবে রাহার বাবা চিকিত্সক কিংবা কোনো হাসপাতালের দেওয়া রাহার মৃত্যু সংক্রান্ত সনদ দেখাতে পারেননি।
এদিকে রাহার প্রতিবেশীদের মতে, রাহা আত্মহত্যা করেছেন। আবার দাফন করার আগে আজিমপুর কবরস্থানের অফিসে জানানো হয়েছে, রাহা হাঁপানির সমস্যায় ভুগছিলেন। ওদিকে সিটি হাসপাতালের সঙ্গে যোগাযোগ করে জানা গেছে, শনিবার তাঁরা রাহা বা এ ধরনের কোনো রোগী পাননি।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানিয়েছেন, রাহার মৃত্যু সংক্রান্ত কোনো তথ্য তাঁদের কাছে নেই।
উল্লেখ্য, ২০০৭ সালে লাক্স তারকা প্রতিযোগিতায় সেরা দশে ছিলেন রাহা। তার উল্লেখযোগ্য ধারাবাহিক নাটকের মধ্যে রয়েছে- হুমায়ূন আহমেদের পরিচালনায় ‘জল তরঙ্গ’, সালাউদ্দিন লাভলুর ‘স্বপ্নবাজার’, মাসুদ সেজানের ‘পুতুল খেলা’ ও ‘পাটিগণিত’, রেদওয়ান রনির ‘উচ্চতর শারীরিক বিজ্ঞান’ ও ‘লাকি থারটিন’, শরাফ আহমেদ জীবনের ‘কামিং সুন’ এবং এক খণ্ডের নাটক ‘এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি’, ‘জিম্মি’, ‘যত চিনি তত মিষ্টি’, ‘কাজী অফিস’, ‘ফোরটি টু মিনিটস’, ‘মেঘ ডেকেছে বেলায় বেলায়’, ‘টাইম বোম’।
বর্তমানে আরটিভিতে প্রচারিত হচ্ছে শেখ সেলিমের পরিচালনায় ‘মাকড়সা’ ও মাছরাঙা টিভিতে আতিক রহমানের পরিচালনায় ‘ইউনিভার্সিটি’।

No comments:

Post a Comment