Saturday, March 2, 2013

রুপার্টকে এড়িয়ে চলছেন ক্রিস্টেন!

নির্মাতা রুপার্ট স্যান্ডারসের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে কম ঝামেলা পোহাতে হয়নি ‘টোয়াইলাইট’ তারকা ক্রিস্টেন স্টুয়ার্টকে। ইদানিং রুপার্টকে এড়িয়ে চলছেন তিনি। সম্প্রতি এক খবরে ‘দ্য সান’ জানিয়েছে, রুপার্টের এসএমএস কিংবা ফোন-কলের জবাব দিচ্ছেন না ক্রিস্টেন।
গত বছরের জুলাইয়ে ক্রিস্টেন এবং রুপার্টের পরকীয়ার ছবি ও খবর ফাঁস হওয়ার পর দুজনই প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করেছিলেন। কিন্তু শেষ রক্ষা হয়নি। রুপার্টের সঙ্গে বিয়ে বিচ্ছেদের আবেদন করেছেন তাঁর স্ত্রী লিবার্টি রোজ। অন্যদিকে, ক্রিস্টেন বারবার অনুতাপ প্রকাশ করে দীর্ঘদিনের প্রেমিক রবার্ট প্যাটিনসনের অনুকম্পা পেলেও, আবার চিড় ধরেছে তাঁদের সম্পর্কে। কিন্তু প্রেমিককে ফিরে পেতে সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছেন ২২ বছর বয়সী এ অভিনেত্রী।
ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, চলতি বছরের শুরুর দিকে রুপার্টের সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত চূড়ান্ত করেন লিবার্টি রোজ। তিনি আদালতে বিচ্ছেদের আবেদন করার পরপরই ক্রিস্টেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন রুপার্ট। এখন পর্যন্ত ক্রিস্টেনকে বহুবার এসএমএস করেছেন তিনি। ফোনেও যোগাযোগের চেষ্টা করেছেন। কিন্তু সাড়া দেননি ক্রিস্টেন।
সূত্রটি আরও জানিয়েছে, রুপার্টের সঙ্গে ঘনিষ্ঠতায় জড়িয়ে যে ভুল ক্রিস্টেন করেছিলেন তা তাঁর জীবনকে এলোমেলো করে দিয়েছে। তিনি রুপার্টের সঙ্গে কোনো রকম যোগাযোগ না রাখার সিদ্ধান্ত নিয়েছেন। এই মুহূর্তে যে কোনো উপায়ে প্রেমিক প্যাটিনসনকে ফিরে পাওয়ার পেছনেই সমস্ত মনোযোগ কেন্দ্রীভূত রাখতে চান অনুতপ্ত ক্রিস্টেন।
মজার বিষয় হলো, গত ফেব্রুয়ারি মাসে যুক্তরাজ্যের হিট ম্যাগাজিনে প্রকাশিত এক খবরে দাবি করা হয়েছিল, দ্বিতীয়বার প্যাটিনসনের সঙ্গে দূরত্ব সৃষ্টি হওয়ার পর আবারও রুপার্টের সঙ্গে যোগাযোগ করেছেন ক্রিস্টেন। লিবার্টি রোজ বিচ্ছেদের আবেদন করায় রুপার্টের প্রতি সহমর্মিতা প্রকাশের জন্যই তিনি এমনটা করেছেন। অবশ্য সেসময় ক্রিস্টেনের সঙ্গে সাক্ষাতের জন্য রাজি হননি রুপার্ট।

No comments:

Post a Comment