Sunday, March 24, 2013

রণবীরের মাঝরাতের অতিথি ক্যাটরিনা!

গত সেপ্টেম্বরে ক্যাটরিনা কাইফের অ্যাপার্টমেন্ট থেকে মধ্যরাতে বের হওয়ার সময় ক্যামেরাবন্দী হয়েছিলেন রণবীর কাপুর। সম্প্রতি মধ্যরাতে রণবীরের বাসায় ঢোকার সময় ক্যামেরাবন্দী হয়েছেন ক্যাটরিনা।
বাড়িতে অবৈধ অস্ত্র রাখার দায়ে ২০ বছর আগের এক মামলায় ২১ মার্চ বৃহস্পতিবার পাঁচ বছরের কারাদণ্ড পেয়েছেন সঞ্জয় দত্ত। সান্ত্বনা জানাতে ওই দিন রাত সাড়ে ১০টার দিকে মুম্বাইয়ের পালি হিল আবাসিক এলাকায় সঞ্জয়ের বাসায় হাজির হয়েছিলেন প্রতিবেশী রণবীর কাপুর। সেখান থেকে রাত দেড়টার দিকে নিজের বাসায় যাওয়ার পথে তাঁর পিছু নেন আলোকচিত্রীরা।
কারণ সেসময় রণবীরের বাসার সামনে দাঁড়িয়ে ছিল ক্যাটরিনার বহুল পরিচিত কালো অডি গাড়িটি। রণবীর তাঁর বাসায় ঢোকার প্রায় সঙ্গে সঙ্গেই ক্যাটরিনার গাড়িটিও ঢুকে পড়ে মূল ফটক দিয়ে। সঞ্জয় দত্তের সঙ্গে সরাসরি কথা না বলে রণবীরের মুখ থেকে সব শোনার জন্য ক্যাটরিনার এ আগমন কি না, তা অবশ্য জানা যায়নি।

এর আগেও রণবীরের বাড়িতে এসেছেন ক্যাটরিনা। তবে এবারই প্রথম ক্যামেরাবন্দী হলেন তিনি। নিজেদের মধ্যে বন্ধুত্বের বাইরে আর কোনো সম্পর্ক নেই—বরাবরই এমনটা বলে আসছেন রণবীর-ক্যাটরিনা। কিন্তু তাঁদের কথার সঙ্গে কাজের মিল খুঁজে পাচ্ছেন না কেউই।

No comments:

Post a Comment