পছন্দের শিল্পী সম্পর্কে অনেক কিছুই জানতে চান দর্শক-শ্রোতা-ভক্তরা। তাঁরা
জানতে চান প্রিয় তারকা কেমন, কীভাবে কথা বলেন, কীভাবে তাঁকে করা প্রশ্নের
জবাব দেন। প্রিয় শিল্পীকে নিয়ে নানা কৌতূহল আর জিজ্ঞাসার জবাব পেতে জনপ্রিয়
কণ্ঠশিল্পী কনার সঙ্গে সরাসরি ফেসবুক আড্ডার সুযোগ তৈরি করে দিচ্ছে মোবাইল
ফোন সেবাদানকারী প্রতিষ্ঠান রবি।
রবি আজিয়াটা লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা মোবাশ্বের আনোয়ার আজমী জানিয়েছেন, আগামীকাল ৯ মার্চ শনিবার রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত তারকা সংগীতশিল্পী কনার সঙ্গে সরাসরি আড্ডা দেওয়ার সুযোগ পাবেন রবি ফেসবুক ব্যবহারকারীরা।
আগ্রহীরা ফেসবুকে রবি ফ্যান পেজে লগ ইন করে কনার সঙ্গে আড্ডা দিতে পারবেন। বলতে পারবেন মনের কথা, জানাতে পারবেন অভিব্যক্তি। কথা বলতে পারবেন কনার পছন্দ-অপছন্দসহ নানা বিষয় নিয়ে।
No comments:
Post a Comment