Monday, March 4, 2013

৭১টি ব্যান্ড ও একটি অ্যালবাম

একটি অ্যালবাম আর তাতে থাকছে ৭১টি ব্যান্ডের গান। সব কটিই হবে দেশের গান এবং তা হবে নতুন গান। অ্যালবামের নাম দি একাত্তর। অ্যালবামটি তৈরির ব্যাপারে উদ্যোগ নিয়েছেন দূরবীন ব্যান্ডের প্রধান শহীদ। অ্যালবামটির সার্বিক সমন্বয় করছেন তিনি। বললেন, ‘অ্যালবামটির কাজ আমরা কোনো বাণিজ্যিক ভাবনা থেকে করছি না। করছি একবারে মনের তাগিদ থেকে। বাঙালি জাতি হিসেবে একাত্তরকে আমরা কখনোই ভুলতে পারব না। তাই একাত্তরের চেতনাকে ধারণ করে দি একাত্তর অ্যালবাম তৈরির উদ্যোগ নিয়েছি।’
শহীদ জানালেন, এরই মধ্যে সারা দেশ থেকে ১৫১টি ব্যান্ড এই অ্যালবামে গান গাওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। বাছাই-প্রক্রিয়ার মধ্য দিয়ে অ্যালবামটির জন্য ৭১টি ব্যান্ড নির্বাচন করা হবে। বাছাইয়ের কাজটি করবেন নকীব খান, পিলু খান, কুমার বিশ্বাজৎ, পার্থ বড়ুয়া ও বাপ্পা মজুমদার। আগামী জুনের মধ্যে পুরো প্রক্রিয়াটি শেষ হবে।
শহীদ আরও বলেন, ‘দি একাত্তর অ্যালবামে প্রতিষ্ঠিত ব্যান্ডের পাশাপাশি এ প্রজন্মের ব্যান্ডের গানও থাকবে। এই অ্যালবামে গান গাওয়ার ব্যাপারে রেনেসাঁ, সোলস, জন্মভূমি, দলছুট ও চিরকুট তাদের সম্মতি জানিয়েছে। এ ছাড়া দেশের সব কটি প্রতিষ্ঠিত ব্যান্ডের সঙ্গে আলোচনা হয়েছে। ফেসবুকের মাধ্যমে আমরা প্রচারণার কাজটি শুরু করেছি।’
আগামী বিজয় দিবসের আগেই প্রকাশ করা হবে দি একাত্তর অ্যালবামটি।

No comments:

Post a Comment