Monday, March 4, 2013

সিনডারেলা হচ্ছেন এমা

রূপকথার জগতে পা রাখতে যাচ্ছেন এমা ওয়াটসন। সিনডারেলা ছবিতে অভিনয় করছেন এই তারকা। রূপকথাটি এবার চলচ্চিত্রায়ণ করছেন কেনেথ ব্র্যানাঘ। এরই মধ্যে সিনডারেলার হিংসুটে-বদরাগী সৎমাও বাছাই করা হয়েছে। এই চরিত্রে অভিনয় করছেন কেট ব্লঁশেট। বছর দুই হলো পাততাড়ি গুটিয়েছে হ্যারি পটার সিরিজ। এরপর দ্য পার্কস অব বেইং আ ওয়ালফ্লাওয়ার, নোয়াহ এবং দিস ইজ দি এন্ড ছবিগুলোয় অভিনয় করেছেন এমা।
ডিজনি জানিয়েছে, সিনডারেলা চরিত্রটির জন্য ইমোজেন পুটস, গ্যাব্রিয়েলা ওয়াইল্ড ও অ্যালিসিয়া ভিকানদার ছিলেন বাছাই তালিকায়। শেষমেশ চূড়ান্ত বাছাইয়ে সিনডারেলা হিসেবে পছন্দ করা হয়েছে এমাকেই।

No comments:

Post a Comment