Monday, March 18, 2013

স্পিলবার্গের ছবিতে আনুশকা?

অস্কারজয়ী পরিচালক স্টিভেন স্পিলবার্গ ভারত-পাকিস্তানের ওপর একটি ছবি তৈরি করবেন। আর এই ছবিতে অভিনয়ের জন্য প্রস্তাব পেয়েছেন আনুশকা শর্মা। রিলায়েন্স গ্রুপের কর্ণধার অনিল আম্বানির আমন্ত্রণে সম্প্রতি ভারতে বেড়াতে আসেন স্পিলবার্গ।
মুম্বাইয়ে স্পিলবার্গকে দেওয়া অনিল আম্বানির সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউডের নামীদামি অনেক তারকা। ছিলেন আনুশকা শর্মাও। এখানেই আনুশকার সঙ্গে কথা হয় স্পিলবার্গের। তখন আনুশকাকে তাঁর নতুন ছবিতে অভিনয়ের প্রস্তাব দেন স্পিলবার্গ। আনুশকা এ পর্যন্ত বলিউডের সাতটি ছবিতে

No comments:

Post a Comment