Monday, March 4, 2013

রুমি গাইলেন ইমরানের সুরে

২০১১ সালে প্রকাশিত হয় ইমরানের প্রথম একক অ্যালবাম 'স্বপ্নলোকে'। সেই অ্যালবামের প্রথম গান 'মন তুমি ভাসালে'। গানটির সুর ও সংগীত করেন আরফিন রুমি। বাজারে আসার পর গানটি বেশ জনপ্রিয় হয়। তবে এবার ঘটেছে উল্টো ঘটনা। প্রথমবারের মতো ইমরানের সুরে গাইলেন আরফিন রুমি। সম্প্রতি রুমির স্টুডিওতে গানটির রেকর্ডিং হয়। রুমি বলেন, '১ মার্চ রাত ১টার দিকে হঠাৎ করেই আমার মাথায় এই আইডিয়াটা আসে। সঙ্গে সঙ্গে ইমরানকে ফোন করে বাসায় নিয়ে আসি। সে বসে বসে গানটি সুর করে। সেই সুরে আমি গানটির কথা ও সংগীত করি। ইমরান অনেক সুন্দর একটি সুর করেছে। সবার পছন্দ হওয়ার মতো।'
অন্যদিকে ইমরান বলেন, 'আমার প্রথম অ্যালবামে রুমি ভাইয়ের অবদান অনেক। তাঁর গান সবার কাছেই জনপ্রিয়। তিনি আমার সুরে গেয়েছেন, সব মিলিয়ে দারুণ একটা অভিজ্ঞতা।'
আসছে রোজার ঈদে প্রকাশ পাবে রুমির চতুর্থ একক। সেই অ্যালবামেই থাকবে এই গানটি।

No comments:

Post a Comment