Friday, March 8, 2013

তটস্থ বিপাশা !

পর্দায় দুঃসাহসী বলিউড হার্টথ্রব বিপাশা বসু এখন একজনের ভয়ে তটস্থ। আর যাকে নিয়ে তার এই ভয় সে বিপাশার পাঁচ বছরের ভাইঝি নিয়া। অবশ্য এটিকে প্রশ্রয়ের ভয় বলা যেতে পারে। ভাতিজিকে নিয়ে বিপাশার ভয়ের কারণটাও অদ্ভুত। হিন্দি অনলাইন ‘আজতক’-এ প্রকাশিত এক প্রতিবেদনে বিপাশা বলেছেন, আসলে নিয়ার সঙ্গে আমার আত্মা জড়ানো। ওকে অনেক ভালবাসি। আমার আগামী ছবি ‘আত্মা’য় আমি নিয়ার নাম ব্যবহার করেছি। কিন্তু ওর অনুমতি নেয়া হয়নি। এখন আমার অনেক ভয় লাগছে। কারণ নিয়া ওর নামটি ব্যবহার করতে আমায় বারণ করেছিল। বিপাশার ভাষায়-আমি ভাবছি ‘আত্মা’ ছবিটি ওকে দেখাবো না। তাতেই আমার মঙ্গল হবে। নইলে আমার খবর আছে। কারণ ছবিতে আমার সঙ্গে শিশু দোয়েলকে (যে নিয়া নামে অভিনয় করেছে) দেখলে নিয়ার মেজাজ বিগড়ে যাবে। আমি ওকে ছাড়া অন্য কোন শিশুকে ভালবাসছি- এটা কখনও নিয়া সহ্য করতে পারে না।
উল্লেখ্য, সুপর্ণ বর্মার ‘আত্মা’ ছবিতে বিপাশার মেয়ের ভূমিকায় অভিনয়কারী শিশুশিল্পী দোয়েলের নাম প্রথমে প্রিয়া রাখা হয়েছিল। কিন্তু পরে বিপাশা তার আদরের ভাইঝি নিয়ার নামে তার নাম দেন। এখন তো তাকে ভয় পেতেই হবে। 

No comments:

Post a Comment