Saturday, March 23, 2013

সঞ্জয়ের পর ফাঁসছেন সালমান!

বলিউডের ‘ব্যাড বয়’ তকমা পাওয়া অন্যতম দুই তারকা সালমান খান এবং সঞ্জয় দত্ত। বাড়িতে অবৈধ অস্ত্র রাখার অভিযোগে ২০ বছর আগের এক মামলায় সম্প্রতি পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে সঞ্জয়কে। এদিকে বিরল প্রজাতির বন্যপ্রাণী চিঙ্কারা হত্যার দায়ে ১৫ বছর আগের এক মামলায় ফেঁসে যেতে পারেন সালমান। আজ ২৩ মার্চ যোধপুর আদালতে মামলাটির শুনানি অনুষ্ঠিত হয়েছে।
মামলাটির শুনানিতে আজ যোধপুর আদালতে হাজির হয়েছিলেন সালমান বাদে বাকি চার অভিযুক্ত তারকা সাইফ আলী খান, টাবু, সোনালি বেন্দ্রে এবং নীলম। ট্রাইজেমিনাল নিউর্যালজিয়া রোগের চিকিত্সার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করায় হাজিরা দিতে পারেননি সালমান। এক খবরে এ তথ্য জানিয়েছে জিনিউজব্যুরো।
মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে আগামী ২৭ এপ্রিল। অভিযোগ সত্য প্রমাণিত হলে বন্যপ্রাণী সংরক্ষণ আইনের ৫১ ধারায় সালমানকে সাজা প্রদান করা হবে। আর বাকি অভিযুক্তদের সাজা প্রদান করা হবে ইন্ডিয়ান পেনাল কোডের ১৪৯ ধারায়। মামলার রায়ে প্রত্যেক তারকাকে অন্তত ছয় বছর করে কারাদণ্ড দেওয়া হতে পারে।
১৯৯৮ সালে ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবির শুটিং চলাকালে বিরল প্রজাতির চিঙ্কারা ও ব্ল্যাকবাক হরিণ শিকারে মেতে ওঠেন ছবিটির পাঁচ অভিনয়শিল্পী সালমান, সাইফ, টাবু, সোনালি এবং নীলম। পরে তাঁদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা হয়।
রাজস্থানের ভাওয়াড় গ্রামে দুটি চিঙ্কারা হত্যার দায়ে ২০০৬ সালে এক বছরের কারাদণ্ড পেয়েছিলেন সালমান। পরে অবশ্য জামিনে মুক্তি পান তিনি। অন্যদিকে, শিকারের পাশাপাশি সালমানকে চিঙ্কারা হত্যায় উদ্বুদ্ধ করার জন্য দায়ী করা হয় সাইফ, টাবু, সোনালি এবং নীলমকে।

No comments:

Post a Comment