টেনিস তারকা মহেশ ভূপতির
সঙ্গে বিয়ের পরই বলিউড থেকে দূরে সরে আছেন সেক্সসিম্বল অভিনেত্রী লারা
দত্ত। ইতিমধ্যে তিনি এক সন্তানের জননীও হয়েছেন। সন্তান জন্মদানের দুই মাস
পরই বলিউডে কাজ শুরু করবেন বলে ঘোষণা দিয়েছিলেন এ অভিনেত্রী। কিন্তু ঘোষণা
অনুযায়ী কাজ করতে পারেননি তিনি। বিয়ের পর এখনও চলচ্চিত্রে অভিনয় করতে
ক্যামেরার সামনে দাঁড়াননি লারা। জানা গেছে, স্বামী-সন্তান-সংসারে সময় দিতেই
খুব পছন্দ করেন তিনি। এ কারণেই বেশ ঘরকুনো জীবনযাপন করছেন। কিন্তু বেশ চমক
নিয়েই তিনি ফিরছেন বলিউডে। জানা গেছে, একটি আইটেম গানে কাজ করার মধ্য দিয়ে
বলিউডে ফেরা হচ্ছে তার। ইতিমধ্যে তিনি এই গানে পারফর্মের জন্য চুক্তিবদ্ধ
হয়েছেন। আপাতত পুরো কোন চলচ্চিত্র দিয়ে নয়, এই আইটেম গানের মধ্য দিয়ে কাজ
শুরু করছেন তিনি। প্রিয়দর্শনের নতুন কমেডি ছবিতে থাকছে লারার এই আইটেম গান।
খুব বড় আয়োজনেই করা হচ্ছে গানটি। ইতিমধ্যে ছবির কাজ শুরু হয়ে গেছে।
এপ্রিলের শেষের দিকে অথবা মে মাসের প্রথমদিকেই লারা অংশ নিচ্ছেন এই আইটেম
গানে। তিনি বেশ খোলামেলারূপেই গানটিতে অংশ নিচ্ছেন বলেও জানা গেছে। এ বিষয়ে
মিডিয়ার কাছে বক্তব্য দিতে গিয়ে লারা বলেন, স্বামী-সন্তান নিয়ে আসলে অনেক
ভাল একটা সময় পার করছি। আমার মনে হয় এই দিনগুলো আমার জীবনের সবচেয়ে সুন্দর
দিন। তবে বলিউডকে অনেক মিস করছি। আর বলিউড ছাড়ার প্রশ্নই আসে না। একটি
আইটেম গানের জন্য ইতিমধ্যে চুক্তিবদ্ধ হয়েছি আমি। এর আগে আমি আইটেম গান
করেছি, কিন্তু তখন মানুষের আগ্রহ কম ছিল এক্ষেত্রে। এখন চারদিকে আইটেম
গানের জয়জয়কার। অনেক সময় আইটেম গান ছবির ব্যবসা সফলতায়ও বড় ভূমিকা রাখে।
নিজের একটা ইচ্ছা ছিল এই সময়ের মতো করে একটি আইটেম গানে কাজ করার।
প্রিয়দর্শনের প্রস্তাবের সঙ্গে আমার আগ্রহ শেষ পর্যন্ত মিলে গেল। আশা করছি
ভালভাবেই এর কাজ শেষ করতে পারবো।
No comments:
Post a Comment