বেশ দীর্ঘ সময় ধরেই বলিউড
অভিনেত্রী রানী মুখার্জির বিয়ে নিয়ে নানা কথাবার্তা শোনা যাচ্ছে। প্রযোজক
আদিত্য চোপড়ার সঙ্গে তার সম্পর্ক চলছে, তারা বিয়ে করেছেন গোপনে, তাদের
মধ্যে অভিমান পর্ব চলছেÑ এমন নানাবিধ খবর বিভিন্ন সময়ে প্রকাশিত হয়
মিডিয়ায়। কিন্তু সত্যিকার অর্থে এখন পর্যন্ত রানী ও আদিত্যর মধ্যে বিয়ে
সম্পন্ন হয়নি। বরং প্রেম-বিয়ে বিষয়টিকে পাশে রেখে গত বছর রানী মুখার্জি
কাজে মনোযোগী হয়ে পড়েন। তারই ধারাবাহিকতায় গত বছর মুক্তি পায় রানী অভিনীত
ছবি ‘আইয়া’ ও ‘তালাশ’। এই ছবি দুটির মাধ্যমে গত বছরজুড়েই আলোচনায় ছিলেন
রানী। কিন্তু কাজে এতোটা মনোযোগী হওয়ার পরও ভারতীয় মিডিয়া রানীর বিয়ের
বিষয়টি নিয়েই বেশি নাক গলাচ্ছে বলেই মনে করেন এই অভিনেত্রী। বরং তার কাজের
আলোচনা-সমালোচনা করার জন্যই মিডিয়াকে অনুরোধ জানিয়েছেন তিনি। এমনকি বিয়ে
নিয়ে এখনই কোন কিছু ভাবছেন না বলেও জানিয়েছেন রানী। এ বিষয়ে রানী বলেন, এতো
বিষয়ের দিকে মনোযোগ না দিয়ে মিডিয়া আমার বিয়ের পিছনে কেন পড়েছে সেটা বুঝতে
পারছি না। আমার কাজের গঠনমূলক আলোচনা-সমালোচনা করলে এর চেয়ে বেশি খুশি
হবো। আমি স্পষ্ট করে বলে দিতে চাই, বিয়ে নিয়ে আমি কিছুই ভাবছি না এখন। আগে
তো পাত্র ঠিক হবে, তারপর না বিয়ে! শুধু শুধু আন্দাজনির্ভর খবর প্রকাশ করে
মিডিয়া আমার ইমেজ ক্ষুণœ করছে। আমি এ বিষয়ে মিডিয়াকে আরও সচেতন হওয়ার
অনুরোধ জানাচ্ছি। এদিকে জানা গেছে, রানী মুখার্জি বর্তমানে ব্যস্ত সময় পার
করছেন দুটি নতুন ছবির কাজ নিয়ে। এর মধ্যে একটি ছবি চলতি বছরই মুক্তির কথা
রয়েছে। তবে এর মধ্যে যশরাজ ফিল্মসের কোন ছবিতে চুক্তিবদ্ধ হননি রানী। জানা
গেছে, দীর্ঘদিন ধরে আদিত্যের সঙ্গে দেখাও করছেন না তিনি। এখন রানীর বর শেষ
পর্যন্ত আদিত্যই থাকেন নাকি অন্য কেই তা সময়ই বলে দেবে।
No comments:
Post a Comment