Sunday, March 31, 2013

সালমানের সঙ্গে অভিনয়ে আগ্রহী আমির

বলিউডের অন্যতম প্রভাবশালী দুই তারকা সালমান খান এবং আমির খান অভিনীত চলচ্চিত্র ‘আন্দাজ আপনা আপনা’ মুক্তি পেয়েছিল ১৯ বছর আগে। সম্প্রতি আবারও সালমান খানের সঙ্গে এক ছবিতে অভিনয়ের আগ্রহ প্রকাশ করলেন ‘মিস্টার পারফেকশনিস্ট’খ্যাত আমির। তবে পূর্বশর্ত হিসেবে তিনি উল্লেখ করেছেন পছন্দসই চিত্রনাট্যের কথা।
এ প্রসঙ্গে আমিরের ভাষ্য, ‘সালমানের সঙ্গে আন্দাজ আপনা আপনা ছবিতে অভিনয় করেছিলাম। এটি আমার অন্যতম পছন্দের একটি ছবি। আবারও একসঙ্গে ছবিতে কাজ করতে পারলে আমার অনেক ভালো লাগবে। সালমান সহ-অভিনেতা হিসেবে চমত্কার। পছন্দসই চিত্রনাট্য আমাদের হাতে এলে সানন্দে অভিনয় করতে রাজি হয়ে যাব।’
আমির আরও বলেন, ‘আমি পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী ছবি নির্বাচন করি না। আগে ভালোভাবে চিত্রনাট্য পড়ে দেখি। চিত্রনাট্যে মজার কিছু খুঁজে পেলে হ্যাঁ বলি।’ সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে ইন্দো-এশিয়ান নিউজ।
বলিউডে ‘মিস্টার পারফেকশনিস্ট’ তকমা পেলেও নিজেকে নিখুঁত মনে করেন না বলেই জানিয়েছেন আমির। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি মনে করি, চলচ্চিত্রের মতো সৃষ্টিশীল শিল্প মাধ্যমে নিখুঁত হওয়ার কোনো সুযোগ নেই।’
আমির আরও বলেন, ‘প্রতিটি শিল্পী ভিন্নভিন্নভাবে নিজেদেরকে প্রকাশ করেন। অভিনয়ের প্রতি তীব্র ভালোবাসা থেকেই আমি কাজ করি। কাজের মধ্যে আনন্দ খুঁজে পাই। নিজেকে পুরোপুরি কাজে সঁপে দিয়ে নিখুঁত হওয়ার চেষ্টা করি মাত্র। ভালো কাজের মধ্য দিয়ে নিজেকেই বিস্মিত করে দিতে চাই। ছবির ব্যবসায়িক সাফল্য নিয়ে মোটেও মাথা ঘামাই না আমি।’
CLICK THIS PIC :

No comments:

Post a Comment