বিমানে মদ্যপান ও মাতাল অবস্থায় বিমানবালার সঙ্গে অসৌজন্যমূলক আচরণের ঘটনায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ক্লোজআপ ওয়ান তারকা নোলক বাবুকে আটকে রেখে ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে বিমান কর্তৃপক্ষ।
এ সময় তার সঙ্গে সিলেটের সিটি কর্পোরেশনের কাউন্সিলর আশিকুর রহমানের ভাইকেও আটক করা হয়।
বৃহস্পতিবার সকাল পৌণে ১১টায় লণ্ডনের হিথ্রো থেকে বাংলাদেশ বিমানের (বিজি-০১৬) একটি ফ্লাইট ওসমানী বিমানবন্দরে এসে পৌঁছলে অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের আটক করা হয়।
বিমানের যাত্রীরা জানান, হিথ্রো থেকে ৪১৯ যাত্রী নিয়ে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট সিলেটের উদ্দেশে রওয়ানা হয়। ওই ফ্লাইটের যাত্রী ছিলেন ক্লোজআপ ওয়ান তারকা নোলক বাবু।
তিনি মদ্যপ অবস্থায় বিমানে উঠে বিমানবালাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। এ সময় যাত্রীরা এর প্রতিবাদ জানালে তাদের ওপরও ক্ষিপ্ত হন নোলক বাবু। এক পর্যায়ে বিমানক্রুরা তাকে বিমানের মধ্যে আটকে রাখেন।
বিমানের ফ্লাইটটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করলে বিমানের কর্মচারী ও যাত্রীরা মিলে নোলক বাবুকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।
পরে বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে আটক করে ইমিগ্রেশন পুলিশের কাছে পাঠায়।
ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ উদ্দিন জানান, বিমানবালা ও যাত্রীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের কারণে নিয়ম অনুযায়ী নোলক বাবুকে সিলেট ওসমানী বিমানবন্দরে আটকে রাখা হয়েছে।
তাকে সিলেট রেখেই বিমানের ফ্লাইটি ঢাকার উদ্দেশে রওয়ানা হয়েছে। নোলকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক বশির বিষয়টি নিশ্চিত করে জানান, মদ্যপান করে বিমানে বিশৃংখলা জন্য নোলক বাবু ও কাউন্সিলরের ভাই আমির আহমেদকে বিমান কর্তৃপক্ষ পুলিশে দেয়।
পরে কর্তৃপক্ষ তাদেরকে ছেড়ে দিতে বললে পুলিশ ছেড়ে দেয়ার প্রক্রিয়া শুরু করেছে।
No comments:
Post a Comment