বর্তমানে অভিনয় একদমই কমিয়ে দিয়েছেন বলিউডের গুণী অভিনেত্রী টাবু। বিশেষ
করে দুই দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জনের পর খুব বেছে বেছে কাজ করা
শুরু করেছেন তিনি। শিশুশিল্পী হিসেবে আশির দশকে অভিনয়ে যাত্রা শুরু করলেও
পরবর্তীতে নব্বই দশকে নায়িকা হিসেবে দর্শকদের সামনে আসেন টাবু। এই সময়ে তার
অভিনীত একাধিক চলচ্চিত্র সুপারহিট হয়। যার ফলে নব্বই দশকের পুরোটা সময়
জুড়েই ব্যস্ত সময় পার করেন তিনি। এদিকে নিজের ক্যারিয়ার অনেক শক্তিমান
অভিনেতার সঙ্গে কাজ করার অভিজ্ঞতাই টাবুর হয়েছে। তার মধ্যে ‘চিনি কম’ ছবিতে
অমিতাভ বচ্চনের বিপরীতে কাজ করেছিলেন এই ভার্সেটাইল অভিনেত্রী। ছবিটি
ব্যবসা সফলতা না পেলেও সমালোচক মহলে দারুণভাবে প্রশংসিত হয়। এই ছবিটিকে
নিজের ক্যারিয়ারের একটি মাইলফলক হিসেবেই দেখেন টাবু। তার কারণ হলো অমিতাভ
বচ্চন। বিগ বির অন্ধ ভক্ত হলেন টাবু। তার অভিনয় দেখে দেখেই বড় হয়েছেন।
সেদিক থেকে ভালবাসা, শ্রদ্ধা ও স্বপ্নের পুরুষ টাবুর কাছে একমাত্র অমিতাভ।
নতুন খবর হচ্ছে ‘চিনি কম’ এর পর এবার দ্বিতীয়বারের মতো অমিতাভ বচ্চনের
বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন টাবু। রাম গোপাল বার্মার ‘সরকার’ ছবির পরবর্তী
সিক্যুয়ালে অমিতাভের স্ত্রী রূপে দেখা যাবে তাকে। ইতিমধ্যে বিষয়টি পাকাপাকি
হয়েছে বলেও জানা গেছে। এর মাধ্যমে দীর্ঘ সময় পর বলিউড ছবিতে অভিনয় করছেন
তিনি। আর অমিতাভের সঙ্গে আরও একবার অভিনয় করতে যাওয়ায় দারুণ উচ্ছ্বসিত
টাবু।
No comments:
Post a Comment