Saturday, March 2, 2013

এক আইটেমে প্রিয়াংকার আয় ২.৮ কোটি রুপি

মাত্র একটি আইটেম গানে অংশ নিয়ে পুরো ছবিতে অভিনয়ের সমান পারিশ্রমিক ঝুলিতে ভরলেন বলিউডের অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া। মুক্তিপ্রতীক্ষিত ‘শুটআউট অ্যাট ওয়াডালা’ ছবির আইটেম গানে নাচের বিনিময়ে ২.৮ কোটি রুপি আয় করেছেন এই ‘বারফি’ তারকা। সাধারণত পুরো ছবিতে অভিনয়ের জন্য এই পারিশ্রমিক নিয়ে থাকেন প্রিয়াংকা।
বলিউডের প্রথম সারির প্রায় সব তারকাই আইটেম গানে অংশ নিলেও, এখন পর্যন্ত এ ধরনের কোনো গানে দেখা যায়নি প্রিয়াংকাকে। ‘শুটআউট অ্যাট ওয়াডালা’ ছবির মাধ্যমে আইটেম গানে অভিষেক হচ্ছে তাঁর। জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
আইটেম গান নিয়ে নানা সমালোচনা ওঠায় শুরুর দিকে রাজি না হলেও, নানা শর্ত পূরণের পরই কেবল গানটি করতে রাজি হন প্রিয়াংকা। বিশ্বসুন্দরী, মডেল ও অভিনেত্রী পরিচয়ের পাশে আন্তর্জাতিক সংগীতশিল্পীর তকমাও বসেছে তাঁর নামের পাশে। নির্মাতারা জানতেন, খুব সহজে গানটিতে তাঁর অন্তর্ভুক্তি নিশ্চিত করা যাবে না। কিন্তু তাঁরা যেকোনো উপায়ে গানটিতে তাঁকে পেতে চেয়েছিলেন। মূলত এ কারণেই প্রিয়াংকাকে বিপুল অঙ্কের পারিশ্রমিক দিতে কার্পণ্য করেননি তাঁরা।
এ প্রসঙ্গে ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান বালাজি টেলিফিল্মসের প্রধান নির্বাহী কর্মকর্তা তনুজ গর্জ বলেন, ‘গানটি ছবির প্রচারণায় ব্যবহার করা হবে। এ জন্য অনেক সময় ও অর্থ ব্যয় করে গানটিকে যতটা সম্ভব আকর্ষণীয় করে তোলার সব রকম চেষ্টা আমরা করেছি। এমনকি গানটিতে কণ্ঠ দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছিল প্রিয়াংকাকে। কিন্তু তিনি রাজি না হওয়ায় গানটি গেয়েছেন সুনিধি চৌহান।

No comments:

Post a Comment