চিত্রনায়ক অনন্ত ও তাঁর স্ত্রী চিত্রনায়িকা বর্ষা পরস্পরের বিরুদ্ধে
গতকাল শুক্রবার মোহাম্মদপুর থানায় লিখিত অভিযোগ (সাধারণ ডায়েরি) করেছেন।
গতকাল বিকেলে অনন্ত মোহাম্মদপুর থানায় গিয়ে অভিযোগ করেন, তাঁর স্ত্রী
বর্ষার চারিত্রিক সমস্যা আছে। তাই তিনি বাড়ি থেকে চলে গেছেন। বর্ষা তাঁর
ক্ষতি করতে পারেন, এমন আশঙ্কা থেকেই থানায় অভিযোগ করতে এসেছেন বলে জানান
অনন্ত।
রাতে বর্ষা একই থানায় গিয়ে স্বামী অনন্তের বিরুদ্ধে অভিযোগ করেন, অনন্ত তাঁকে নির্যাতন করে বাড়ি থেকে বের করে দিয়েছেন।
এ ব্যাপারে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক প্রথম
আলো ডটকমকে বলেন, গতকাল অনন্ত ও বর্ষা পরস্পরের বিরুদ্ধে থানায় অভিযোগ
করেছেন।
অনন্তের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি থানায় অভিযোগ করার বিষয়টি আজ শনিবার প্রথম আলো ডটকমকে নিশ্চিত করেন।
তবে বর্ষার মোবাইল ফোনে যোগাযোগ করেও তাঁকে পাওয়া যায়নি।
২০১০ সালে ‘খোঁজ—দ্য সার্চ’ চলচ্চিত্র দিয়ে রুপালি পর্দায় হাজির হন অনন্ত
ও বর্ষা। পরের বছর তাঁরা বিয়ে করেন। জুটিবদ্ধ হয়ে তাঁরা বেশ কটি
চলচ্চিত্রে অভিনয় করেন।
No comments:
Post a Comment