Tuesday, March 5, 2013
আলিশার হাঁকডাক
আলিশা প্রধান। ফেসবুক এবং পার্টিতে বরাবরই সরগরম। স্বল্প বসনা এবং ক্রেইজি
এক্সপ্রেশন দিয়ে তার দৃপ্ত পদচারণা গ্ল্যামার ভুবনের প্রায় সর্বত্র। তাও
প্রায় বছর দশেক ধরে। যদিও সে অর্থে আলিশার উল্লেখযোগ্য কাজের সংখ্যা তেমন
নেই বললেই চলে। অনেকেই এ বিষয়টিকে বলে থাকেন বৃষ্টির চেয়ে গর্জন বেশি! যেমন
সদ্যসমাপ্ত বিপিএল টুর্নামেন্টে আলিশা প্রধান গণমাধ্যমে বলেছিলেন, এবার
তিনি এ আসরে থাকছেন উপস্থাপক হিসেবে। অথচ এবারও বিপিএলের আসরজুড়ে ছিল ভারত
থেকে আমদানি করা উপস্থাপিকা শিনা চৌহান। সে যাই হোক, হট গ্ল্যামারাস লম্বা
ক্যারিয়ারে আলিশা নাটক-মডেলিং-উপস্থাপনা কম করেননি। তবে আলিশাকে চেনানোর
জন্য একটি নাটক-বিজ্ঞাপন কিংবা অনুষ্ঠান এখন পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না।
বরং আলিশার পরিচিতি এখনও তার গরম গরম স্টিল ফটোগ্রাফির মধ্যেই সীমাবদ্ধ।
হয়তো এসব ভাবনা থেকেই আলিশা এবার কোমর বেঁধে নামছেন চলচ্চিত্রে। অনেকটা
চ্যালেঞ্জের সুরেই সমপ্রতি তিনি হাঁকডাক দিচ্ছেন। বলছেন, আমি এ মাসের মধ্যে
দুটি নতুন ছবিতে অভিনয় করতে যাচ্ছি। আর নাটক ও উপস্থাপনাকে একেবারে বিদায়
জানাতে চাই। অনেক হয়েছে, আর না। তিনি আরও বলেন, আমার এখন একটাই টার্গেট।
বাংলা সিনেমাকে ঘিরে দর্শকদের যে নাক সিটকানো ধ্যান-ধারণা আছে তার পরিবর্তন
করা। আর আমার বিশ্বাস, পরিচালকের পাশাপাশি এখানে আমাদের মতো নতুন
শিল্পীদেরও অনেক দায়িত্ব আছে। আলিশার সামপ্রতিক এমন ঘোষণায়
নাটক-চলচ্চিত্রাঙ্গনের অনেকেই অবশ্য মুচকি হাসছেন। বলছেন, আলিশা এখন যেমন
আছেন তেমনই থাকবেন আশা করি। তিনি আবার চলচ্চিত্রকে কি চেঞ্জ করবেন! আগে তো
তার নিজেকে চেঞ্জ করতে হবে। এদিকে আলিশা এমন কি চলচ্চিত্রে পা রাখছেন, যার
মধ্য দিয়ে চেঞ্জ করবেন অনেক কিছু। আবার টিভি ইন্ডাস্ট্রিকেও জানাচ্ছেন
গুডবাই। এ প্রসঙ্গে আলিশার ভাষ্য ভাসা ভাসা। তিনি বলেন, আমি এখনই ছবির নাম
ঘোষণা করতে চাই না। শতভাগ চূড়ান্ত করেই জানাচ্ছি। তবে এটুকু বলে রাখি,
আগামী সপ্তাহের মধ্যে আমি কোন ছবিতে কার বিপরীতে অভিনয় করছি, তার বিস্তারিত
ঘোষণা দেবো। আমি সবার সহযোগিতা নিয়ে বড়পর্দায় কাজ করতে চাই। বড়পর্দায় একটা
পরিবর্তন আনতে চাই। আগামী সপ্তাহে আলিশা তার ছবি ও নায়কের নাম সত্যি সত্যি
ঘোষণা করতে পারবেন তো? এ বিষয়ে যথেষ্ট সন্দেহ প্রকাশ করেছেন
টিভি-চলচ্চিত্র সংশ্লিষ্টরা।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment