Saturday, March 30, 2013
আইপিএলে দীপিকা
আসন্ন
আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে ক্যাটরিনা কাইফের অংশগ্রহণ নিশ্চিত করার পর
শাহরুখ খান তাঁর 'চেন্নাই এঙ্প্রেস' ছবির নায়িকা দীপিকা পাড়ুকোনকেও
উদ্বোধনী অনুষ্ঠানের জন্য চুক্তিবদ্ধ করেছেন। ২ এপ্রিল কলকাতার সল্ট লেক
স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজক শাহরুখের রেড চিলি এন্টারটেইনমেন্ট।
শাহরুখের দল কলকাতা নাইট রাইডার্স। উদ্বোধনী অনুষ্ঠানটিও হবে কলকাতায়।
শাহরুখের নাচ ছাড়া কি আর চলে! প্রথমেই শাহরুখ তাঁর 'জব তক হ্যায় জান' ছবির
নায়িকা ক্যাটরিনাকে রাজি করান তাঁর সঙ্গে নাচার জন্য। কিন্তু এক নায়িকা
দিয়ে কি আর মন ভরে, তাই শাহরুখের সঙ্গে বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত হবেন
দীপিকা। শাহরুখ আগে থেকেই চাইছিলেন তাঁকে। প্রায় সোয়া লাখ দর্শকের সামনে
দীপিকার সঙ্গে নিজের রসায়নটা ঝালাই করাটাই মূল উদ্দেশ্য। এ ছাড়া তাঁর
সঙ্গেই তো পরবর্তী ছবি চেন্নাই এঙ্প্রেস। শুধু বলিউড তারকাই নন, মার্কিন
র্যাপার পিটবুলকেও অনুষ্ঠানে নিয়ে আসছেন কিং খান।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment