Wednesday, February 27, 2013

প্রজন্ম চত্বর নিয়ে এক গানে পাঁচ ব্যান্ড

শাহবাগের প্রজন্ম চত্বরের গণজাগরণ নিয়ে এরই মধ্যে অনেক গান তৈরি হয়েছে। একক শিল্পীদের পাশাপাশি এতে ব্যান্ডেরও অংশগ্রহণ রয়েছে। এর মধ্যে কবীর সুমন একাই করেছেন পাঁচটি গান। সবার গানই গণজাগরণে অংশ নেওয়া তরুণ প্রজন্মের মধ্যে সাড়া জাগিয়েছে। এবার গণজাগরণের সঙ্গে একাত্মতা ঘোষণা করে একটি গানে কণ্ঠ দিয়েছেন দেশের পাঁচটি জনপ্রিয় ব্যান্ডের সদস্যরা। ব্যান্ডগুলো হলো রেনেসাঁ, ফিডব্যাক, দলছুট, পার্থিব ও পেন্টাগন। 'পবিত্র স্থান' শিরোনামের এই গানের কথা লিখেছেন জুলফিকার রাসেল, সুর করেছেন পিলু খান আর সংগীতায়োজনে ফোয়াদ নাসের বাবু। ২৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় মগবাজারের আর্ট অব নয়েজ স্টুডিওতে গানটির রেকর্ডিং হয়েছে। এ প্রসঙ্গে গানটির সংগীত পরিচালক ও ফিডব্যাক ব্যান্ডের অন্যতম সদস্য ফোয়াদ নাসের বাবু বলেন, 'এর আগে এই গণজাগরণের সঙ্গে একাত্মতা পোষণ করে অনেকেই গান করেছেন। যে গানগুলো শুনেছি, ভালো লেগেছে। এবার আমরা কয়েকটি ব্যান্ড একসঙ্গে এই গানটি করেছি। আশা করি, সবাই গানটি পছন্দ করবে। গানটির কথার মধ্য দিয়ে যুদ্ধাপরাধীদের বিচারের দাবির বিষয়টি ফুটিয়ে তোলা হয়েছে।' তিনি জানান, দু-এক দিনের মধ্যেই একাত্তর টেলিভিশনে গানটির মিউজিক ভিডিও প্রচার শুরু হবে।

No comments:

Post a Comment