Wednesday, February 27, 2013

নতুন করে পরীক্ষার মুখে পূর্ণিমা!

পূর্ণিমার সামনে যেন এক বিশাল পরীক্ষা! দীর্ঘদিন পর ৮ মার্চ মুক্তি পাচ্ছে তাঁর অভিনীত নতুন ছবি 'জজ ব্যারিস্টার পুলিশ কমিশনার'। এফ আই মানিকের পরিচালনায় বড় আয়োজনের তারকানির্ভর এই ছবির দিকে ইন্ডাস্ট্রি তাকিয়ে আছে নতুন প্রত্যাশায়। সেই প্রত্যাশার বোঝাটাই যেন চেপে বসেছে পূর্ণিমার ঘাড়ে। রাজ্জাক, সোহেল রানা, আলমগীর, সুচরিতার মতো বড় তারকার পাশাপাশি ছবিটিতে অভিনয় করেছেন পূর্ণিমা ও শাকিব খান। ফলে অভিনয়ে তো বটেই নায়িকা হিসেবে ছবির ব্যবসায়িক সাফল্য আর ব্যর্থতার দায়ও পূর্ণিমাকে নিতে হবে। অথচ অতীত রেকর্ড বলে, শাকিব খানের বিপরীতে পূর্ণিমা কোনো ছবিতেই সফল হতে পারেননি। তা ছাড়া এই মুহূর্তে পূর্ণিমার হাতে ছবির সংখ্যাও কম। ফলে এ ছবির ব্যবসায়িক সফলতার ওপর নির্ভর করছে তাঁর ক্যারিয়ারের ভবিষ্যৎ- এমনটাই মনে করছেন চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিরা। তিনি নিজেও আছেন দুশ্চিন্তায়। পূর্ণিমা বলেন, 'মানিক ভাইয়ের পরিচালনায় যে কয়টি ছবিতে কাজ করেছি প্রতিটিই ব্যবসায়িকভাবে সফল হয়েছে। সেদিক থেকে খানিকটা নিশ্চিন্ত। তবে সাফল্যের পুরোটাই নির্ভর করে দর্শকের ওপর। জানি না, তাঁরা কিভাবে নেবেন। তবে আমার বিশ্বাস, তারকানির্ভর এ ছবি দেখলে কারো খারাপ লাগবে না।'

No comments:

Post a Comment