Thursday, February 21, 2013

খান দ্বন্দ্বের অবসানে রাখি

বলিউডের আলোচিত আইটেমগার্ল রাখি সাওয়ান্ত খানদের সঙ্গে অভিনয় করতে মুখিয়ে আছেন। তিনি শাহরুখ ও সালমান দুই খানের সঙ্গেই জুটি বেঁধে অভিনয় করতে চাইছেন। সে কারণে তিনি শাহরুখ-সালমানের দ্বন্দ্ব মেটাতেও এগিয়ে এসেছেন। তিনি চান দুই খান দ্বন্দ্ব ভুলে আবার বন্ধু বনে যাক। জানা গেছে, সম্প্রতি রাখি এক টক শোতে শাহরুখ-সালমানের শত্রুতার কারণ নিয়ে আলোচনা করেন। এ সময় তিনি দুই খানকে বাড়িতে নিমন্ত্রণ জানিয়ে বলেন, 'আমি শাহরুখ-সালমান দুজনকে নিয়ে বাড়িতে পার্টি করতে চাই। তাদের জন্য নিজ হাতে রান্না করারও ইচ্ছে রয়েছে। আমার রান্না খেলে তারা অবশ্যই দ্বন্দ্ব ভুলে যাবেন।' এর আগে গত নভেম্বরে রাখি সাওয়ান্ত 'লাভার বয়' সালমান খানকে বিয়ের প্রস্তাব দিয়ে সংবাদ শিরোনামে এসেছিলেন। তিনি ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো 'বিগ বস-৬'য়ে অংশগ্রহণের প্রথম দিন সল্লুকে এ প্রস্তাব দেন। রাখির কাছ থেকে অনাকাঙ্ক্ষিতভাবে বিয়ের প্রস্তাব পেয়ে সালমান খুবই বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়ে গিয়েছিলেন। এত সব দেখে-শুনে সমালোচকরা বলছেন, বেশ কিছুদিন ধরেই আলোচনায় নেই রাখি সাওয়ান্ত। তাই এবার খানদের ঝগড়া মিটিয়ে তিনি সংবাদ শিরোনাম হতে চাইছেন।

No comments:

Post a Comment