বলিউডের চিরপ্রতিদ্বন্দ্বী দুই তারকা অভিনেতা শাহরুখ এবং সালমান খানের
মধ্যকার দ্বন্দ্ব বহুদিনের। কিন্তু এই দ্বন্দ্ব যে দিন দিন বাড়ছেই,
সম্প্রতি আবারও এর প্রমাণ মিলেছে।
সেলিব্রেটি ক্রিকেট লিগ (সিসিএল)-এ মুম্বাই হিরোস দলের অধিকর্তা সালমান
সম্প্রতি শাহরুখকে খেলার আমন্ত্রণ জানিয়েছিলেন। কিন্তু সে আমন্ত্রণকে
পাত্তাই দেননি শাহরুখ। অথচ সেলিব্রেটি ক্রিকেট লিগে অংশ না নিলেও
ইউনিভার্সিটি ক্রিকেট চ্যাম্পিয়নশিপের ম্যাচে ঠিকই যোগ দিয়েছেন। এক খবরে
জানিয়েছে জিনিউজব্যুরো।
সালমানের কাছ থেকে আমন্ত্রণ পাওয়ার পর শাহরুখ সাফ জানিয়ে দেন ক্রিকেট
খেলার জন্য সময় বের করা তাঁর পক্ষে সম্ভব নয়। এ প্রসঙ্গে তাঁর ভাষ্য ছিল,
‘ক্রিকেট খেলার জন্য আমার হাতে কোনো সময় নেই। কাজেই সেলিব্রেটি ক্রিকেট
লিগে অংশ নেওয়া আমার পক্ষে কোনোভাবেই সম্ভব নয়।’
শাহরুখ আরও বলেন, ‘সেলিব্রেটি ক্রিকেট লিগের সঙ্গে নামী-দামি অনেক তারকাই
সম্পৃক্ত আছেন। কাজেই আমার মনে হয় না আমার মতো ছোট একজন তারকার খুব বেশি
প্রয়োজন আছে এই আসরে।’
No comments:
Post a Comment