'ফিল মাই লাভ' শিরোনামের চলচ্চিত্রের মাধ্যমে প্রথমবারের মতো জুটিবদ্ধ হয়ে
অভিনয় করছেন ফেরদৌস ও ছোট পর্দার অভিনেত্রী মৌসুমী নাগ। বুধবার থেকে
দুজনে শুটিং শুরু করেছেন। একেবারেই ভিন্নধর্মী একটি গল্প নিয়ে ছবিটির
কাহিনী আবর্তিত বলে জানান ছবির পরিচালক বিপ্লব হায়দার। ফেরদৌস বলেন, 'খুব
সুন্দর একটি গল্পে অভিনয় করছি।' মৌসুমী বলেন, 'আমি ফেরদৌস ভাইয়ের ভক্ত।
তবে প্রথম অভিনয় করছি। তিনি খুবই হেল্পফুল। আশা করি অনেক ভালো একটি ছবি
হবে।'
No comments:
Post a Comment