হঠাৎ করেই ঘুরে গেল পর্নোতারকা সানি লিওনের ভাগ্য।
পর্নো তারকাদের সাধারণত বেশির ভাগ দর্শক বাঁকা চোখে দেখেন। কিন্তু সানিকে
এখন সব শ্রেণীর দর্শকই পছন্দ করতে শুরু করেছে। দিন দিন লাগামহীনভাবে বাড়ছে
তার জনপ্রিয়তা। বলিউডের একটি ছবিতে অভিনয় করেই এখন তিনি সুপারস্টার।
সম্প্রতি একটি জরিপে দেখা গেছে সালমান খান, শাহরুখ খান, ক্যাটরিনা কাইফ,
প্রিয়াঙ্কা চোপড়ার মতো তারকাকে পেছনে ফেলে অনলাইন জনপ্রিয়তায় শীর্ষে
সানি। কেবল ২০১২ সালের ডিসেম্বর মাসেই সানির নাম মোট সাড়ে ৩ কোটি বার
খোঁজা হয়েছে। অন্যদিকে বলিউডের আলোচিত দুই অভিনেতা সালমান খান এবং শাহরুখ
খানের বিষয়ে ১ কোটি এবং ৪৮ লাখবার খোঁজা হয়েছে।
এখানেই শেষ নয়। অনলাইনের মতো সানির মুম্বাইয়ের বাসায়ও
নির্মাতা-প্রযোজকদের আনাগোনা বাড়ছে। বলিউডের প্রভাবশালী নির্মাতারা তাকে
নিয়ে ছবি নির্মাণে আগ্রহী হয়েছেন। নিজের কদর বুঝতে পেরে সানিও নিজের দাম
বাড়িয়ে দিয়েছেন। যেনতেন গল্পে অভিনয় করতে চাচ্ছেন না। বেশ বাছাবাছি
করছেন। তাই বলিউড বিশেষজ্ঞদের ধারণা, একদিন সানি যদি বলিউডের শীর্ষ
অভিনেত্রী হয়, তবে অবাক হওয়ার কিছু থাকবে না।
পূজা ভাটের 'জিসম টু' সিনেমার মধ্য দিয়ে বলিউডে পা রাখেন সানি। বর্তমানে
তিনি একতা কাপুর পরিচালিত 'রাগিনী এমএমএস টু' ছবির শুটিংয়ে ব্যস্ত সময়
কাটাচ্ছেন
No comments:
Post a Comment