শেষ পর্যন্ত সানিও কথা রাখলেন না! 'জিসম টু' দিয়ে বলিউড কাঁপানো কানাডিয়ান পর্নস্টার এবার ঝড় তুলবেন আইটেম গানে।
যদিও কদিন আগে বলেছিলেন, বলিউডে অভিনয় করতে এসেছেন, নাচতে নয়! এখন তিনিই
ব্যস্ত নাচের মহড়ায়। বলিউডে সিনেমার চেয়ে সিনেমার আইটেম গান নিয়েই
ব্যস্তসময় পার করছেন সবাই। কে দেখাবে কত চমক! সে ধারাবাহিকতায় সানির চেয়ে
বড় চমক আর কে হতে পারে! চমকের এই চমৎকার আয়োজন সঞ্জয় গুপ্তের। তাঁর
মুক্তিপ্রতীক্ষিত 'শুট-আউট অ্যাট ওয়াডালা' ছবির 'লাটকাস ঝাটকাস' শিরোনামের
গানে প্রথমবারের মতো ঘাগড়া-চোলি গায়ে জড়াবেন সানি লিওন। গানটিতে তাঁর সঙ্গে
অংশ নেবেন বলিউডের প্রায় ৫০ জন পুরুষ নৃত্যশিল্পী।
No comments:
Post a Comment