দুই বছর দুই মাস পর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন ক্লোজআপ ওয়ান তারকা
রুমি। ২০১০ সালে তিনি দেশে এসেছিলেন। স্ত্রী-সন্তানসহ চলতি মাসের ১২ তারিখে
এক মাসের জন্য দেশে ফিরেছেন তিনি। এ প্রসঙ্গে রুমি বলেন, 'আমার ছেলের বয়স
এখন চার। তাকে স্কুলে ভর্তি করাতে হবে। তাই মার্চ মাসেই নিউ ইয়র্কে ফিরে
যাব। স্ত্রী-সন্তানকে রেখে সপ্তাহখানেক পর আবার ফিরব। তখন প্রিন্স মাহমুদের
সুরে একটি একক অ্যালবামের কাজ করব। এখনো ইচ্ছা আছে নতুন দুটি গান সম্পন্ন
করার। এর কিছু অংশের ভিডিও ইতিমধ্যে করে এনেছি। ৪০ শতাংশের মতো কাজ বাকি
আছে।' রুমি ২০০৫ সালের ক্লোজআপ বিজয়ী। 'বোকা', 'তারছেঁড়া', 'মাটি হবো
মাটি'সহ বেশ কয়েকটি মৌলিক গান তাঁর কণ্ঠে শ্রোতাপ্রিয়তা পায়। বর্তমানে
তিনি নিউ ইয়র্ক টেকনোলজি অব সায়েন্সে সাউন্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে কোর্স
করছেন। কোর্স শেষ করেই দেশে ফিরে আসবেন তিনি।
No comments:
Post a Comment