মৃত্যুর ৬০ দিন পর ৫৫তম গ্র্যামির আসরে দুবার উচ্চারিত হলো পণ্ডিত
রবিশঙ্করের নাম। গত রোববার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের
স্ট্যাপলস সেন্টারে প্রয়াত এই সেতারসম্রাটকে দেওয়া হয় আজীবন সম্মাননা।
বাবার হয়ে এই পদক নিয়েছেন আনুশকা শঙ্কর ও নোরা জোনস। এ ছাড়া বেস্ট ওয়ার্ল্ড
মিউজিক অ্যালবামের পদকটির পাশে লেখা হলো পণ্ডিত রবিশঙ্করের নাম। এই
বিভাগের আরেকজন প্রতিযোগী আনুশকা শঙ্কর। তবে বাবার হয়ে পদকটি গ্রহণ করেন
তিনিই।
এবার গ্র্যামির পুরস্কার পেয়েছেন পল ম্যাককার্টনি, অ্যাডেলে ও বিয়ন্স
নোয়েলস। কিসেস অন দ্য বটম অ্যালবামের জন্য পল ম্যাককার্টনি জিতলেন বেস্ট
ট্র্যাডিশনাল পপ ভোকাল অ্যালবামের সম্মাননা। বেস্ট ট্র্যাডিশনাল
আরঅ্যান্ডবি পারফরম্যান্সের পদক গেছে বিয়ন্সের ‘লাভ অন টপ’ গানটির জন্য। আর
অ্যাডেলের হাতে আরেকটি গ্র্যামি উঠল বেস্ট পপ সলো পারফরম্যান্স বিভাগে,
‘সেট ফায়ার টু দ্য রেইন’ ছিল পুরস্কার জেতা গান।
No comments:
Post a Comment